Homeখবররাজ্যশেষ হয়েও হল না শেষ! রাজ্যের একাধিক বুথে ফের ভোটের বিজ্ঞপ্তি কমিশনের

শেষ হয়েও হল না শেষ! রাজ্যের একাধিক বুথে ফের ভোটের বিজ্ঞপ্তি কমিশনের

প্রকাশিত

কলকাতা: ৮ জুলাই হয়েছিল পঞ্চায়েত ভোট। তার পর অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচন হয় ৬৯৬ বুথে। ১১ জুলাই শুরু হয় ভোটগণনা। এর পরেও কিন্তু শেষ হয়েও শেষ হল না রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। ২০টি বুথে ভোট বাতিলের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন! অর্থাৎ, ওই বুথগুলিতে ফের ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গণনা শেষে ফল প্রকাশ করা হলেও রাজ্যের ২০টি বুথে ভোট বাতিল করা হয়েছে। মূলত তিনটি জেলার তিনটি ব্লকেই ভোট বাতিল হয়েছে। সেখানকার ওই বুথগুলিতে আবার ভোট হবে। ওই বুথগুলিতে নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন।

উত্তর ২৪ পরগনার হাবড়া ২, হাওড়ার সাঁকরাইল এবং হুগলির সিঙ্গুর মিলিয়ে মোট ২০টি বুথে ভোট হবে। পঞ্চায়েত আইন অনুযায়ী নতুন করে ভোট নেওয়া হবে এই বুথগুলিতে। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিডিও-দের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কারণ হিসাবে নির্বাচন কমিশন জানিয়েছে, এই তিন ব্লকেই ব্যালট বেশ কিছু বুথে ব্যালট পেপার নষ্ট করা হয়েছে। তার জন্যই ভোট বাতিল করা হল। এই তিন ব্লকের মধ্যে সবচেয়ে বেশি বুথে ভোট বাতিল হয়েছে হাওড়ার সাঁকরাইলে। মোট ১৫ বুথে ভোট বাতিল করা হয়েছে সেখানে। ঘটনায় প্রকাশ, ভোটের দিন ব্যালট ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল বুথগুলিতে। তবে সাঁকরাইলের ওই ১৫টি বুথেই তৃণমূল প্রার্থীরা জয়ী হন।

এর পরেই রয়েছে হাবড়া ২। সেখানকারই ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী ছিলেন মহাদেব মাটি। অভিযোগ, সিপিএম প্রার্থীর কাছে হেরে যাওয়ার ভয়ে ব্যালট খেয়ে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। মহাদেবের ওই বুথ-সহ মোট ৪টি বুথের ভোট বাতিল হয়েছে এই ব্লকে। এ ছাড়া সিঙ্গুরে একটি বুথে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: ২০-তে ২০! এ বারেও রাজ্যের সব জেলা পরিষদ তৃণমূলেরই

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।