কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই নির্বাচনী বিধি কার্যকর হচ্ছে।
৮ জুলাই ভোটগ্রহণ
পঞ্চায়েত ভোটের তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করেছেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার। এ দিন রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ‘‘দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ ৮ জুলাই, শনিবার। মনোনয়ন জমা শুরু শুক্রবার, ৯ জুন থেকেই।’’
১১ জুলাই ভোটগণনা
তিনি আরও জানান, “১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল”।
কেন্দ্রীয় বাহিনীর আসছে কি?
কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে কি না, সে ব্যাপারে কমিশনের তরফে কিছু জানানো হয়নি। তবে কমিশনার বলেছেন, “রাজ্য পুলিশের উপর আস্থা রাখা উচিত। সরকারি কর্মচারীরা আমাদের সহকর্মী। আমাদের উপর আস্থা রাখতে বলব”। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের তরফে জানানো হয়, রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।