Homeখবররাজ্যতিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

প্রকাশিত

অবশেষে তিন বছর তিন মাস ১৯ দিন পর বাড়ি ফিরলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে মুক্তি পেয়ে মঙ্গলবার দুপুরে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন তিনি।  দুপুর ২টো ২০ মিনিটে, হুইলচেয়ারে চেপে হাসপাতালের গেট পেরোতেই অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস ফেটে পড়ে।

চত্বরজুড়ে একটাই স্লোগান— “পার্থদা জিন্দাবাদ!” সেই মুহূর্তে আবেগ সংবরণ করতে পারেননি প্রাক্তন মন্ত্রী। চোখে জল চলে আসে তাঁর।

হুইলচেয়ারে পার্থ, অনুগামীদের উচ্ছ্বাসে ভাসল হাসপাতাল চত্বর

নীলের ওপর সাদা ফুলছাপ পাঞ্জাবি, মুখে নীল রঙের মাস্ক— এই পোশাকেই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন পার্থ। আগে থেকেই প্রস্তুত ছিল তাঁর গাড়ি। চালকের পাশের আসনে বসে তিনি নাকতলার বাড়ির উদ্দেশে রওনা দেন

তাঁর গাড়ির পেছনে বাইক মিছিল করে ছুটতে থাকেন অনুগামীরা।
ভিতরে বসে হাতজোড় করে নমস্কার জানান পার্থ। চারদিকে উল্লাসধ্বনি, মোবাইলের আলোয় ধরা পড়ে তাঁর মুখে আবেগের ছাপ। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি কোনও মন্তব্য করেননি, শুধু ঘাড় নেড়ে জানান— উত্তর দিতে চান না।

বাড়ি ফেরা, চোখে জল, বরণ করে নিল পরিবার

নাকতলায় পৌঁছেই পার্থকে বরণ করে নেন আত্মীয়রা। ভাইয়ের স্ত্রী, ভাই এবং কন্যা ছিলেন উপস্থিত। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘদিন পর বাড়িতে ফিরে চোখের জল ধরে রাখতে পারেননি পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে সান্ত্বনা দেন ভাইয়ের মেয়ে।

বাড়িতে প্রবেশের পর তিনি মামা, প্রয়াত গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন। বাড়ির সামনেও অনুগামীদের ভিড় — “পার্থদা জিন্দাবাদ” স্লোগানে মুখরিত হয় নাকতলার গলি। অনুগামীরা জানতে চান, কবে আবার তিনি বেহালা এলাকায় ফিরবেন

তিন বছর তিন মাস ১৯ দিন পর জেলমুক্তি

২০২২ সালের ২৩ জুলাই, নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই ছিলেন প্রেসিডেন্সি জেলে, পরে অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে।

সুপ্রিম কোর্ট কয়েক মাস আগেই নির্দেশ দিয়েছিল,  সিবিআইয়ের মামলার বিচারপর্ব শুরু হলেই পার্থ, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ-এর শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে।

১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্যগ্রহণ শেষ করার নির্দেশও দিয়েছিল আদালত। সেই মতো সোমবার অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়, এবং তার পরেই আদালত পার্থর জেলমুক্তির নির্দেশ দেয়। আলিপুর আদালতের নির্দেশিকা পৌঁছোয় প্রেসিডেন্সি জেলে, সেখান থেকে হাসপাতালে পাঠানো হয় মুক্তির কাগজ।

ঘরে ফিরে বিবৃতি

জেলমুক্তির পর প্রথমবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে তিনি জানান,“আইনের প্রতি আমি সবসময় আস্থাশীল ছিলাম। প্রাথমিক পর্যায়ে সেই সত্যের জয় হয়েছে। আমি বিশ্বাস করি, আগামী দিনেও সত্যের জয় হবেই।”

তিন বছর তিন মাস ১৯ দিনের বন্দিদশার পর মুক্তি পেয়ে পার্থ এবার সরাসরি তাঁর রাজনৈতিক কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের কথাও উল্লেখ করেছেন। বিবৃতিতে তিনি লেখেন, “আমি বেহালা পশ্চিমের মানুষের কাছে দায়বদ্ধ। যাঁরা আমাকে সৎ মানুষ ভেবে পর পর পাঁচবার জিতিয়েছেন, আমি তাঁদের কাছেই বিচার চাইব।”

আইনজীবীর বক্তব্য ও চিকিৎসকের পরামর্শ

পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, “আমার মক্কেল এখন মুক্ত। চিকিৎসকেরা তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আইনগত পদক্ষেপ সময়মতো নেওয়া হবে।”

এদিকে, পার্থর ফেরার খবর ছড়িয়ে পড়তেই নাকতলায় তাঁর বাড়িতে ভিড় জমায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অনুগামীরা। তবে ভিড়ের চাপ এড়াতে আপাতত কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এক নজরে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তি সংক্রান্ত টাইমলাইন:

তারিখঘটনা
২৩ জুলাই ২০২২নিয়োগ মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়
মার্চ ২০২৫সুপ্রিম কোর্ট শর্তাধীন জামিনের নির্দেশ দেয়
১১ নভেম্বর ২০২৫অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
১০ নভেম্বর ২০২৫আলিপুর সিবিআই আদালতের মুক্তির নির্দেশ
১১ নভেম্বর ২০২৫হাসপাতাল থেকে মুক্তি পেয়ে নাকতলায় বাড়ি ফেরেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...

বলিউড অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ধর্মেন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার খবরের মাঝেই আরও একটি উদ্বেগের খবর। বলিউডের...

আরও পড়ুন

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

এ বার আলাদা আবেদন ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে হবে পুর-মিউটেশন! জমি-বাড়ি কেনাবেচায় নতুন পদক্ষেপ রাজ্য সরকারের

জমি ও বাড়ি কেনাবেচায় আর আলাদা করে পুর-মিউটেশনের আবেদন করতে হবে না। রেজিস্ট্রেশনের সময়েই স্বয়ংক্রিয়ভাবে পুরসভার নথিতে নতুন মালিকের নাম যুক্ত হবে—রাজ্য সরকারের নতুন উদ্যোগে সহজ হবে প্রক্রিয়া।

হেমন্তেই শিরশিরানি বাতাস! দক্ষিণবঙ্গে পারদ নামার ইঙ্গিত, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস— দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা। হেমন্তের সকালে বাড়ছে শীতের আমেজ, আসছে শীতের বার্তা।