তমলুক: শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা। তমলুকের ভান্ডারবেড়িয়ায় ১১৬ নম্বর জাতীয় সড়কে দিঘার উদ্দেশ্যে রওনা হওয়া গাড়িটি তীব্র গতিতে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর পর পর তিনটি সাইকেলে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে পড়ে। এই দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা দু’জন যাত্রী এবং দুই সাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এক সাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে, যখন ঘাটাল থেকে দিঘার দিকে যাওয়া গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে চালক কোনোভাবেই তা নিয়ন্ত্রণে রাখতে পারেননি। প্রথমে একটি গাড়িতে ধাক্কা মারার পরও গতি কমেনি, এবং দ্রুত গতিতে সাইকেল আরোহীদের ওপর আঘাত হানে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ভোলানাথ ঘোষ বলেন, “গাড়িটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল এবং সাইকেল আরোহীদের ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে পড়ে।”
তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে পড়া যুবক ও মহিলাকে উদ্ধার করে। তাঁদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃতরা ঘাটালের বাসিন্দা। এছাড়া মৃত দুই সাইকেল আরোহীও তমলুকের ভান্ডারবেড়িয়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় গাড়িটির ভয়াবহ অবস্থা হয়েছে। ধাক্কা তীব্রতা এতটা ছিল যে, গাড়ির ইঞ্জিনটি ছিটকে বেরিয়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রশাসনের বিরুদ্ধে।
দিনের বাছাই খবরগুলি পড়ুন এখানে