Homeখবররাজ্যভিক্টোরিয়া দেখা যাবে ঘরের জানলা থেকে! উদ্বোধনের অপেক্ষায় পিজি-র ‘বাজেট হাসপাতাল

ভিক্টোরিয়া দেখা যাবে ঘরের জানলা থেকে! উদ্বোধনের অপেক্ষায় পিজি-র ‘বাজেট হাসপাতাল

প্রকাশিত

একদিকে রাজ্যের সেরা চিকিৎসকদের পরিষেবা, অন্যদিকে পাঁচতারা প্রাইভেট হাসপাতালের মতো স্বাচ্ছন্দ্য—তাও আবার একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে! পুজোর আগেই উদ্বোধন হতে চলেছে এসএসকেএম হাসপাতালের চত্বরে নবনির্মিত ‘বাজেট হাসপাতাল’। এই দশতলা অত্যাধুনিক ভবনটি এক নজরে নজর কাড়বে তার অবস্থান এবং সুযোগ-সুবিধার জন্য।

নতুন এই হাসপাতালের প্রতিটি দিকেই চমক। মায়ের উড়ালপুল সংলগ্ন এই বহুতলের একাধিক কেবিন থেকে সরাসরি দেখা যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য। শুধু দৃষ্টিনন্দন দৃশ্যই নয়, হাসপাতালটি পাবে প্রথম শ্রেণির চিকিৎসা পরিষেবাও। থাকছে আধুনিক ওয়ার্ড, আইসিইউ, এইচডিইউ এবং রিকভারি বেড।

সূত্রের খবর, প্রথম ধাপে এই হাসপাতালের চারটি তলা পুজোর আগেই চালু করে দেওয়া হবে। এরপর ধাপে ধাপে খুলে যাবে বাকি অংশ। সর্বোচ্চ তলায় থাকছে ৮টি ভিআইপি সুইট, বাকি তলাগুলিতে ১০২টি কেবিন, ৫টি এইচডিইউ এবং ১৬টি আইসিইউ বেড সহ মোট ১৩১টি বেড।

উল্লেখযোগ্য বিষয় হল, এই হাসপাতালটি তৈরি হয়েছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে। এর আগে পিজি-র উডবার্ন ওয়ার্ডেও এই মডেল প্রয়োগ করে রাজ্য সরকার উল্লেখযোগ্য সফলতা পেয়েছে। রাজ্যে দীর্ঘদিন ধরে থাকা ‘ভিআইপি-কেন্দ্রিক চিকিৎসা’-র ধারণা ভেঙে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। সেই একই মডেল অনুসরণ করেই এই নতুন বাজেট হাসপাতালের ভাবনা।

২০২৩ সালের ২৩ নভেম্বর থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এখন তা প্রায় সম্পূর্ণ। নতুন হাসপাতালের সঙ্গে তাল মিলিয়ে সম্প্রসারিত হচ্ছে প্রাচীন উডবার্ন ওয়ার্ডও। বর্তমানে সেখানে ৩৬টি কেবিন রয়েছে, যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬০-এ। সব মিলিয়ে পিজি-তে কেবিনের সংখ্যা হতে চলেছে প্রায় ২০০।

যদিও এই নতুন বাজেট হাসপাতালের কেবিনের ভাড়া এখনো ঠিক হয়নি, তবে উডবার্নের ভাড়ার কাছাকাছিই হতে পারে বলে পিজি-র এক কর্তা জানিয়েছেন।

এই ‘বাজেট হাসপাতাল’ প্রকল্প শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ থাকবে না। রাজ্য সরকারের লক্ষ্য, জেলার বিভিন্ন জায়গায় জমি চিহ্নিত করে একই ধরনের হাসপাতাল তৈরি করা।

মধ্যবিত্তের নাগালে অত্যাধুনিক পরিষেবা—এই ভাবনা সফল হলে চিকিৎসাক্ষেত্রে রাজ্যে এক নতুন দিশা তৈরি হতে পারে বলেই মত স্বাস্থ্য মহলের।

পড়ুন: নির্মাণে স্বচ্ছতা আনতে কিউআর কোড, স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।