পুজোর আগে আবহাওয়ার পূর্বাভাসে মিলল স্বস্তির ইঙ্গিত। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ আপাতত কিছুটা কম থাকবে। ফলে আসন্ন উইকেন্ডে পুজোর কেনাকাটার জন্য আবহাওয়া থাকবে অনুকূল। তাই শনি ও রবিবারই সবচেয়ে ভালো সময় হতে পারে কেনাকাটার জন্য।
যদিও আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণ হতে পারে। দক্ষিণবঙ্গেও মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বাড়ার আগে এই কয়েকদিন আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পরামর্শ, ঘরদোর সারাই, বাইরের রঙের কাজ কিংবা যেকোনও বাইরের পরিকল্পনা থাকলে ১২ সেপ্টেম্বরের মধ্যেই তা সেরে ফেলা ভালো। কারণ এর পর থেকে আবহাওয়ার অস্থিরতা ফের বাড়তে পারে।
সব মিলিয়ে, পুজোর কেনাকাটার সেরা সময় এই উইকেন্ড এবং ঘরদোর সারাই বা বাইরের অন্যান্য কাজের জন্য আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্তই সবচেয়ে উপযুক্ত সময় বলেই মনে করছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা