দুর্গাপুরে ডিটিপিএস সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা। তাপবিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণের জন্য ডিভিসি কর্তৃপক্ষ পুলিশ নিয়ে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
রাষ্ট্রায়ত্ত ডিটিপিএস কারখানা সম্প্রসারণের জন্য বছর দেড়েক আগে থেকে নিজস্ব জমি পুনর্দখল শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। জানা গিয়েছে, ডিভিসি আগেই উচ্ছেদের নোটিস দিয়েছিল। বুধবার সকালে জেসিবি নিয়ে অভিযান শুরু হতেই স্থানীয় বাসিন্দারা বাধা দেন। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা।
বসতি রক্ষা কমিটির নেতা অরিন্দম নায়েকের নেতৃত্বে উচ্ছেদ রুখতে একদল প্রতিবাদে নামে, অন্যপক্ষ কারখানার সম্প্রসারণের পক্ষে স্লোগান দেয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশের হস্তক্ষেপে আপাতত ১ এপ্রিল পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখা হয়েছে, তবে নির্ধারিত সময়ের মধ্যে জমি না ছাড়লে ফের উচ্ছেদ অভিযান চালানো হবে। এ ব্যাপারে ডিটিপিএসের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদী জানান, ১ এপ্রিল পর্যন্ত বস্তিবাসীদের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি খালি করার জন্য বলা হয়েছে।


