আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা থেকে কাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনার কিছু অংশে সামান্য বৃষ্টির দেখা মিলতে পারে। তবে, এতে স্বাভাবিক জীবনযাত্রায় খুব বেশি প্রভাব পড়ার আশঙ্কা নেই।
এদিকে, উত্তরের পাহাড়ি অঞ্চলে দার্জিলিং এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত উঁচু জায়গাগুলোতে তুষারপাতের সম্ভাবনা থাকায় পর্যটকদের এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের টাইগার হিল এবং সিকিমের নাথুলা পাসের মতো জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে পারে।
পর্যটকদের বিশেষত সিকিম এবং দার্জিলিং ভ্রমণের সময় পর্যাপ্ত উষ্ণ পোশাক সঙ্গে রাখার এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।