Homeখবররাজ্যরবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

প্রকাশিত

অক্টোবরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গের আকাশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রবিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ও বজ্রপাত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

যে জেলাগুলিতে ঝড়-বৃষ্টির আশঙ্কা

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।

 কমলা সতর্কতা তিন জেলায়

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

 বর্ষা বিদায়ে দেরি কেন?

আবহবিদদের মতে, সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেয়।
কিন্তু চলতি বছর মৌসুমি বায়ু এখনও সক্রিয়। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে আচমকা বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। মৌসুমি বায়ু পুরোপুরি দুর্বল না হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে। এরপরই ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে,জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে এখন আকাশ পরিষ্কার

উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া মূলত শুষ্ক।

আবহাওয়াবিদদের ধারণা, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।