অক্টোবরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গের আকাশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রবিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ও বজ্রপাত।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
যে জেলাগুলিতে ঝড়-বৃষ্টির আশঙ্কা
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।
কমলা সতর্কতা তিন জেলায়
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।
বর্ষা বিদায়ে দেরি কেন?
আবহবিদদের মতে, সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নেয়।
কিন্তু চলতি বছর মৌসুমি বায়ু এখনও সক্রিয়। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে আচমকা বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। মৌসুমি বায়ু পুরোপুরি দুর্বল না হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে। এরপরই ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে,জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে এখন আকাশ পরিষ্কার
উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে আবহাওয়া মূলত শুষ্ক।
আবহাওয়াবিদদের ধারণা, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।