Homeখবররাজ্যমেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি! শীতের দাপট কমে ফের বাড়বে তাপমাত্রা

মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি! শীতের দাপট কমে ফের বাড়বে তাপমাত্রা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। কলকাতাতেও কোথাও কোথাও কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। উল্টো দিকে, ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। আগামী কয়েক দিনে আবারও বাড়বে তাপমাত্রা।

এ দিনের শুরু‌টা হয়েছে ঘন কুয়াশা দিয়ে। তাপমাত্রার পারদ আজ কিছুটা উপরের দিকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। যেখানে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ভাবেই ধীরে ধীরে শীতের দাপট কমবে, বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হলেও আগামী দু’-তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই।

দিনভর মেঘলা আকাশ থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়েছে রাজ্যে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়।

পাশাপাশি, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে বলে খবর। দার্জিলিঙে তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা। তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু কলকাতা বইমেলা, চূড়ান্ত প্রস্তুতি সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আপাতত বিরতি বৃষ্টিতে, উত্তরে অতিভারী বর্ষণের আশঙ্কা, জুলাইয়ের শেষে ফের নিম্নচাপ?

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি, তবে উত্তরে শুরু হতে চলেছে মরশুমের প্রথম অতিভারী বর্ষণ। আবার জুলাইয়ের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের আসতে পারে শক্তিশালী নিম্নচাপ। আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে সতর্কবার্তা।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।