কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। কলকাতাতেও কোথাও কোথাও কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। উল্টো দিকে, ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। আগামী কয়েক দিনে আবারও বাড়বে তাপমাত্রা।
এ দিনের শুরুটা হয়েছে ঘন কুয়াশা দিয়ে। তাপমাত্রার পারদ আজ কিছুটা উপরের দিকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। যেখানে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ভাবেই ধীরে ধীরে শীতের দাপট কমবে, বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হলেও আগামী দু’-তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি চলতে পারে, বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই।
দিনভর মেঘলা আকাশ থাকবে। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়েছে রাজ্যে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির বেশি সম্ভাবনা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়।
পাশাপাশি, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে বলে খবর। দার্জিলিঙে তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা। তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: বৃহস্পতিবার শুরু কলকাতা বইমেলা, চূড়ান্ত প্রস্তুতি সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে