কলকাতা: ইতিমধ্য়েই রাজ্যে শুরু হয়ে গেছে প্রাক-বর্ষার বৃষ্টি। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতর বলছে, এখনই তাপপ্রবাহ থেকে নিস্তার নেই। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ।
বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছিল, শনিবার নাগাদ রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। তবে তার আগেই, শুক্রবার রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি! দুপুরে তীব্র গরমের মধ্যে অবশেষে বৃষ্টি নেমেছে কলকাতার একাংশে। সঙ্গে বজ্র-বিদ্যুৎ। মিলেছে সাময়িক স্বস্তি। তবে এখনই গরম থেকে রেহাই নেই শহরবাসীর। আগামী কয়েক দিনও দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি।
জাতীয় আবহাওয়া বিভাগের (IMD) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিহারের কিছু অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। একই সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনুরূপ পরিস্থিতি থাকবে বলে অনুমান। এ ছাড়াও ওড়িশা এবং ঝাড়খণ্ডে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলতে থাকবে। রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতির মুখোমুখি হবে উত্তরপ্রদেশ। এ দিকে, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে শনিবার পর্যন্ত একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে।
ও দিকে ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে সিকিমেও। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি শনিবার পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: নামল স্বস্তির বৃষ্টি, হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক মুক্তি