Homeখবররাজ্যকোথাও ঝিরঝিরে, কোথা ভারী! শীতের বিদায়বেলায় বৃষ্টি জেলায় জেলায়

কোথাও ঝিরঝিরে, কোথা ভারী! শীতের বিদায়বেলায় বৃষ্টি জেলায় জেলায়

প্রকাশিত

কলকাতা: শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল কলকাতার একাধিক এলাকায়। বেলার দিক থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু জায়গাতেও। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার ঝিরঝিরে।

শনিবার পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে সকাল থেকে। শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। মেঘলা আকাশের প্রভাবে সারাদিনই মেঘের আড়ালে সূর্য। ভোরের দিকে কুয়াশাও ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়েছে। কিন্তু আকাশের মুখ ভার ভাব কাটেনি। এরই মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর ২৪ পরগণার বারাসত, মধ্যমগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণার জয়নগর, কুলতলি, বাসন্তী, গোসাবা এবং ক্যানিংয়ের মতো বেশ কিছু এলাকায়।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ছত্তীসগঢ় এবং ওড়িশা উপকূলের কাছাকাছি একটি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে কারণে রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বৃষ্টি, মেঘলা আকাশের জন্যও দায়ী এই ঘূর্ণাবর্ত। এর জন্যই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। কলকাতার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির হয়েছে এ দিন।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবারও পশ্চিমবঙ্গের উপকূলের জেলা ও উপকূলসংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দেখা মিলবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ উধাও হতে শুরু করবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে।

আগামীকালও কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে সম্ভাবনা না থাকলেও পরশু থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: মেঘে ঢাকা আকাশ, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা!

সাম্প্রতিকতম

মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল...

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে...

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

আরও পড়ুন

মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...