কলকাতা: শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল কলকাতার একাধিক এলাকায়। বেলার দিক থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু জায়গাতেও। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার ঝিরঝিরে।
শনিবার পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে সকাল থেকে। শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। মেঘলা আকাশের প্রভাবে সারাদিনই মেঘের আড়ালে সূর্য। ভোরের দিকে কুয়াশাও ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়েছে। কিন্তু আকাশের মুখ ভার ভাব কাটেনি। এরই মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর ২৪ পরগণার বারাসত, মধ্যমগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণার জয়নগর, কুলতলি, বাসন্তী, গোসাবা এবং ক্যানিংয়ের মতো বেশ কিছু এলাকায়।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ছত্তীসগঢ় এবং ওড়িশা উপকূলের কাছাকাছি একটি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে কারণে রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বৃষ্টি, মেঘলা আকাশের জন্যও দায়ী এই ঘূর্ণাবর্ত। এর জন্যই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। কলকাতার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির হয়েছে এ দিন।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবারও পশ্চিমবঙ্গের উপকূলের জেলা ও উপকূলসংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দেখা মিলবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ উধাও হতে শুরু করবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে।
আগামীকালও কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে সম্ভাবনা না থাকলেও পরশু থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: মেঘে ঢাকা আকাশ, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা!