Homeখবররাজ্যধর্ষণ না গণধর্ষণ? আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন হাইকোর্টের

ধর্ষণ না গণধর্ষণ? আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে প্রশ্ন হাইকোর্টের

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু এবং নির্যাতন কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে সিবিআই-এর তদন্ত নিয়ে উঠল প্রশ্ন। এই ঘটনা ধর্ষণ না গণধর্ষণ ছিল, তা জানতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত মামলার কেস ডায়েরিও তলব করেছে।

নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সিবিআই-এর তদন্তে অনাস্থা প্রকাশ করে নতুন করে তদন্তের আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের অনুমতির পর কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি শুরু হয়। নির্যাতিতার পরিবারের আইনজীবীরা আদালতে জানান, তদন্তে একাধিক ফাঁক রয়ে গেছে, এমনকি সিসিটিভি ফুটেজও নেই। তাঁরা দাবি করেন, আদালতের উচিত তদন্তের ওপর নজরদারি রাখা এবং প্রয়োজনে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া।

শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই-এর আইনজীবীকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন—
১. তরুণী চিকিৎসকের ঘটনা ধর্ষণ না গণধর্ষণ?

২. মূল অভিযুক্ত একজন, নাকি একাধিক ব্যক্তি জড়িত?

৩. অভিযুক্ত সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণার পর তদন্ত কতটা এগিয়েছে?

এছাড়া, ভারতীয় ন্যায় সংহিতার ৭০ নম্বর ধারায় তদন্ত হয়েছে কি না, সে বিষয়েও আদালত প্রশ্ন তোলে।

রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আদালত যদি পুনরায় তদন্তের নির্দেশ দেয়, তবে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। তিনি প্রশ্ন তোলেন, অন্যান্য মামলায় সিবিআই সক্রিয় থাকলেও এই ঘটনায় তদন্তের গতি ধীর কেন? তাঁর দাবি, আদালত যেন ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। প্রায় ১ বছর তদন্ত করছে সিবিআই, কী পেল তারা? রাজ্যের মানুষ জানতে চায়, দেশ জানতে চায়।

সিবিআই-এর পক্ষ থেকে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, শুক্রবার কেস ডায়েরি আদালতে জমা দেবে সিবিআই। ওই দিন বিকেল সাড়ে তিনটেয় মামলার পরবর্তী শুনানি হবে হাইকোর্টে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।