Homeখবররাজ্যআরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়...

আরজি কর কাণ্ড: চিকিৎসকের ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, সাজা সোমবার

আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। সিবিআই-এর চার্জশিটের ভিত্তিতে রায়। শাস্তি ঘোষণা সোমবার।

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। শনিবার বিচারক অনির্বাণ দাস ভারতীয় দণ্ডবিধির ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু), এবং ১০৩ (১) (খুন) ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার দুপুর ১২টায় দোষীর শাস্তি ঘোষণা করা হবে।

গত বছরের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে। তদন্তে নেমে সিবিআই একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে এবং চার্জশিট পেশ করে।

মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর, ঘটনার ৫৯ দিনের মাথায়। ১৬২ দিনের বিচারপর্ব শেষে আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য বিবেচনা করেই রায় ঘোষণা করা হয়েছে।

বিচারক অনির্বাণ দাস সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে উদ্দেশ করে বলেন, ‘‘সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে প্রমাণ হয়েছে যে আপনি দোষী। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।’’ এ কথা শুনে সঞ্জয় বলেন, ‘‘আমি নির্দোষ। আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। আমার কথা অন্তত একবার শুনুন।’’

বিচারক এরপর বলেন, ‘‘সোমবার আপনার বক্তব্য শোনা হবে।’’

রায় ঘোষণার পর নির্যাতিতার বাবা আদালতে আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখ ভিজে যায় তাঁর। তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘‘আপনার উপর যে বিশ্বাস ছিল, আপনি তা পুরোপুরি বজায় রেখেছেন।’’ বিচারক শান্তভাবে উত্তর দেন, ‘‘সোমবার আবার আসুন।’’

গত বছরের ৯ অগস্ট রাতে, ডিউটি চলাকালীন ওই চিকিৎসক নিখোঁজ হন। পরে হাসপাতালের সেমিনার হলে তাঁর নিথর দেহ পাওয়া যায়। ফরেনসিক রিপোর্টে ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুনের বিষয়টি নিশ্চিত হয়। তদন্তে উঠে আসে, ঘটনাস্থলে সঞ্জয়ের উপস্থিতি এবং তার ভূমিকার প্রমাণ।

প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশের কাছ থেকে মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই-এর পেশ করা চার্জশিটে উঠে আসে সঞ্জয় রায় পরিকল্পিতভাবে এই অপরাধ ঘটিয়েছে।

সোমবার শাস্তি ঘোষণার সময় আদালতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।