Homeখবররাজ্যসঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই

সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই

প্রকাশিত

আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। বুধবার সিবিআই-এর সূত্র উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে পিটিআই।

সিবিআই-এর আইনি পরামর্শ অনুযায়ী, এই মামলাটি “বিরলতমের মধ্যে বিরল” (rarest of rare) বলে বিবেচিত হতে পারে এবং তাই মৃত্যুদণ্ড প্রাপ্য। যে কারণে দ্রুত শিয়ালদহ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সিবিআই। দোষীর মৃত্যুদণ্ডের পক্ষে বিস্তারিত যুক্তি পেশ করবে তারা। জানা গিয়েছে, দিল্লিতে সিবিআইয়ের সদর দফতর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস সিবিআই-এর মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেন। জানিয়ে দেন যে অপরাধটি “বিরলতমের মধ্যে বিরল” শ্রেণিতে পড়ে না। বিচারক বলেন, “সিবিআই মৃত্যুদণ্ডের আবেদন করেছিল। অভিযুক্তের আইনজীবী কারাদণ্ডের জন্য আবেদন জানান। তবে এই অপরাধ বিরলতমের মধ্যে বিরল নয়।”

বিচারক রায়ে বলেন, “ধর্ষণের সময় আঘাতের ফলে নির্যাতিতার মৃত্যু হয়েছে। তাই আমি দোষীকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছি, যার অর্থ জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারে থাকতে হবে।”

গত বছরের ৯ আগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে, নাইট শিফটে কর্মরত অবস্থায় বিশ্রাম নিতে গেলে ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়।

এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে এবং দোষীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে।

তবে সিবিআই রাজ্যের আপিলের বিরোধিতা করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দিয়েছে যে মামলাটির তদন্ত তারাই করেছিল, ফলে শাস্তি অপর্যাপ্ত মনে হলে আপিলের অধিকারও তাদেরই রয়েছে।

বুধবার সিবিআই-এর পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার আদালতে বলেন, “রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে না, কারণ এটি সিবিআই-এর করা মামলা। ফলে শাস্তির যথার্থতা বিচার করার একমাত্র অধিকার আমাদেরই।”

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সিবিআই, নির্যাতিতার পরিবার ও দোষীর বক্তব্য শুনবে। মামলাটি ২৭ জানুয়ারি শুনানি হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।