Homeখবররাজ্যসঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই

সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই

প্রকাশিত

আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। বুধবার সিবিআই-এর সূত্র উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে পিটিআই।

সিবিআই-এর আইনি পরামর্শ অনুযায়ী, এই মামলাটি “বিরলতমের মধ্যে বিরল” (rarest of rare) বলে বিবেচিত হতে পারে এবং তাই মৃত্যুদণ্ড প্রাপ্য। যে কারণে দ্রুত শিয়ালদহ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে সিবিআই। দোষীর মৃত্যুদণ্ডের পক্ষে বিস্তারিত যুক্তি পেশ করবে তারা। জানা গিয়েছে, দিল্লিতে সিবিআইয়ের সদর দফতর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস সিবিআই-এর মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেন। জানিয়ে দেন যে অপরাধটি “বিরলতমের মধ্যে বিরল” শ্রেণিতে পড়ে না। বিচারক বলেন, “সিবিআই মৃত্যুদণ্ডের আবেদন করেছিল। অভিযুক্তের আইনজীবী কারাদণ্ডের জন্য আবেদন জানান। তবে এই অপরাধ বিরলতমের মধ্যে বিরল নয়।”

বিচারক রায়ে বলেন, “ধর্ষণের সময় আঘাতের ফলে নির্যাতিতার মৃত্যু হয়েছে। তাই আমি দোষীকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছি, যার অর্থ জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারে থাকতে হবে।”

গত বছরের ৯ আগস্ট রাতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে, নাইট শিফটে কর্মরত অবস্থায় বিশ্রাম নিতে গেলে ওই চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়।

এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকারও রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে এবং দোষীর মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে।

তবে সিবিআই রাজ্যের আপিলের বিরোধিতা করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়ে দিয়েছে যে মামলাটির তদন্ত তারাই করেছিল, ফলে শাস্তি অপর্যাপ্ত মনে হলে আপিলের অধিকারও তাদেরই রয়েছে।

বুধবার সিবিআই-এর পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার আদালতে বলেন, “রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে না, কারণ এটি সিবিআই-এর করা মামলা। ফলে শাস্তির যথার্থতা বিচার করার একমাত্র অধিকার আমাদেরই।”

কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সিবিআই, নির্যাতিতার পরিবার ও দোষীর বক্তব্য শুনবে। মামলাটি ২৭ জানুয়ারি শুনানি হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।