Homeখবররাজ্যজুনিয়র ডাক্তারদের নিশানায় এ বার সিবিআই, ‘আর কত দিন সময় চাই?'

জুনিয়র ডাক্তারদের নিশানায় এ বার সিবিআই, ‘আর কত দিন সময় চাই?’

প্রকাশিত

কলকাতা: শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের বিশাল মিছিল অনুষ্ঠিত হল। যেখানে সিবিআই-এর বিরুদ্ধে নতুন স্লোগানে মুখর হয়ে ওঠে বিক্ষোভকারীরা। ‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই’ – এই স্লোগান তুলে আন্দোলনকারীরা তাঁদের ক্ষোভ প্রকাশ করেন। মিছিলে শুধু জুনিয়র ডাক্তাররাই নন, সাধারণ মানুষ এবং সিনিয়র ডাক্তাররাও অংশ নেন।

পাশাপাশি সন্দীপ ঘোষ মামলায় সিবিআইয়ের তদন্ত দ্রুত শেষ করার দাবিতে উঠল আরও একটি স্লোগান – ‘সন্দীপ ঘোষ কার ভাই? সিবিআই সিবিআই।’ এই নতুন নতুন স্লোগান আন্দোলনকারীদের নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত ৯ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশ মেনে এখনো কর্মবিরতি প্রত্যাহার করেননি জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের কাজে ফেরার আবেদন করেন। এরই মধ্যে আন্দোলনরত ডাক্তাররা করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত অবস্থান শুরু করেন এবং পাঁচ দফা দাবির মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, এবং স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার পদত্যাগের দাবি তোলেন।

সেই আন্দোলনের পর, সরকারপক্ষের সঙ্গে একাধিক বার বৈঠকেও বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। সরকার তাঁদের দাবির বেশ কিছু অংশ মেনে নিলেও, সিবিআই তদন্তের ধীরগতি নিয়ে অসন্তুষ্ট তাঁরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর তরফেও জানানো হয়, আরজি করের মূল মামলার তদন্ত এখন সিবিআইয়ের হাতে, এবং কেন্দ্রীয় সংস্থার ওপর চাপ বাড়ালে তবেই দ্রুত সুরাহা মিলতে পারে।

১১ দিন ধরে চলা অবস্থান বিক্ষোভের ইতি টেনে এবার মিছিলের মাধ্যমে সিবিআইয়ের দিকে চাপ সৃষ্টি করতেই এই আন্দোলনের নতুন রূপ দেখা গেল। কর্মবিরতি প্রত্যাহারের আগে এই নতুন স্লোগান আন্দোলনকারীদের নতুন কৌশলের ইঙ্গিত দেয়, যা সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করতে বাধ্য করার উদ্দেশ্যে বলেই ধারণা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।