Homeখবররাজ্যশিয়ালদা কোর্টের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে রাজ্য, আপত্তি সিবিআইয়ের

শিয়ালদা কোর্টের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে রাজ্য, আপত্তি সিবিআইয়ের

প্রকাশিত

শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কি হাই কোর্টের দ্বারস্থ হতে পারে? বুধবার এই প্রশ্ন তুলে দিলেন সিবিআইয়ের আইনজীবী। রাজ্যের এই আবেদন গ্রহণযোগ্য কি না, তা নিয়ে আগামী সোমবার শুনানি হবে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে।

সিবিআইয়ের ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার দাবি করেন, রাজ্য এই মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি দাবি করতে পারে না, কারণ সিবিআই ইতিমধ্যেই এই দাবিতে আদালতে আবেদন করেছে। তাঁর মতে, নির্যাতিতার পরিবার, সিবিআই কিংবা দোষী কেউ হাই কোর্টের দ্বারস্থ না হলে রাজ্যের এমন আবেদন করার বৈধতা নেই। তিনি লালুপ্রসাদ যাদবের মামলার প্রসঙ্গ তুলে বলেন, সেসময় রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী দেবাশিস রায় সিবিআইয়ের যুক্তির বিরোধিতা করেন। তাঁরা জানান, সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারার আওতায় রাজ্যের আবেদন বৈধ। অ্যাডভোকেট জেনারেল বলেন, তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, এবং আরজি কর-কাণ্ডে প্রাথমিক তদন্ত রাজ্যের পুলিশের অধীনেই হয়েছিল।

বিচারপতি বসাক এজলাসে দোষী সঞ্জয় রায়ের আইনজীবী জানান, তিনি এই মামলায় সঞ্জয়ের পক্ষ থেকে লড়তে চান। বিচারপতি বসাক নির্দেশ দেন, ভার্চুয়াল মাধ্যমে সঞ্জয়ের সঙ্গে আইনজীবীকে দেখা করতে দিতে হবে এবং ওকালতনামায় স্বাক্ষর করার অনুমতি দিতে হবে।

উল্লেখ্য, সোমবার শিয়ালদহ আদালত আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের শাস্তি ঘোষণা করে। বিচারক অনির্বাণ দাস জানান, ঘটনাটি ‘বিরলের মধ্যে বিরলতম’ হিসেবে বিবেচিত নয়। এই রায়ের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর ফাঁসির দাবি জানান এবং জানান, হাই কোর্টে রাজ্য এই রায়কে চ্যালেঞ্জ করবে।

মঙ্গলবারই রাজ্য মামলা দায়েরের অনুমতি পায় এবং বুধবার শুনানি শুরু হয়। আগামী সোমবার রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে হাই কোর্ট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

অভিযানের বিরোধিতায় পাল্টা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার, নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডি—শুক্রবার দু’টি মামলার শুনানির সম্ভাবনা

ইডি-র অভিযানের বিরোধিতায় পাল্টা কলকাতা হাই কোর্টে আইপ্যাক কর্ণধারের পরিবার। নথি ছিনতাইয়ের অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে ইডিও আদালতে। শুক্রবার দু’টি মামলার শুনানি হতে পারে।

আইপ্যাকের সল্টলেক দফতর ও কর্ণধারের বাড়িতে ইডি-র হানা, অভিযানস্থলে মুখ্যমন্ত্রী মমতা ও পুলিশ কমিশনার

সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতর ও কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি-র তল্লাশি। কয়লাপাচার কাণ্ডের পুরনো মামলার সূত্রে এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য।