Homeখবররাজ্যগোয়ালপোখরের অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের গুলিতে নিহত, চোপড়া সীমান্তে ‘এনকাউন্টার’

গোয়ালপোখরের অভিযুক্ত সাজ্জাক আলম পুলিশের গুলিতে নিহত, চোপড়া সীমান্তে ‘এনকাউন্টার’

প্রকাশিত

উত্তর দিনাজপুরের চোপড়া সীমান্তে পুলিশের গুলিতে নিহত হলেন গোয়ালপোখরের গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম। শনিবার সকালে বাংলাদেশে পালানোর চেষ্টা করার সময় তাঁকে আটকাতে গিয়ে গুলি চালায় পুলিশ। পুলিশের দাবি, গায়ে তিনটি গুলি লেগে ঘটনাস্থলে গুরুতর আহত হন সাজ্জাক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ কাঁধ, পিঠ এবং পায়ে গুলি লেগেছিল সাজ্জাকের। সকাল ৮টা ৫ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সাজ্জাক বিচারাধীন খুনের আসামি ছিলেন। গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর আদালত চত্বর থেকে পুলিশকর্মীদের গুলি চালিয়ে পালিয়ে যান তিনি।
গত বুধবার আদালতে হাজিরার পর সাজ্জাককে জেলে ফেরানোর পথে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। দুই পুলিশকর্মীকে গুলি করে তিনি পালিয়ে যান। এই ঘটনায় পুলিশ প্রশ্নের মুখে পড়ে—বিচারাধীন বন্দি কীভাবে পিস্তল পেলেন।

পুলিশের ডিজি রাজীব কুমার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পুলিশের উপর গুলি চালানোর জবাব চার গুলি চালিয়েই দেওয়া হবে।’’ এরপর থেকেই সাজ্জাককে ধরতে উত্তর দিনাজপুর পুলিশ সক্রিয় হয়ে ওঠে। তাঁর সন্ধান দিতে পারলে ২ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছায় পুলিশ। সেখান থেকে সাজ্জাককে গ্রেফতার করার চেষ্টা করা হয়। পালানোর চেষ্টার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশের দাবি, বাংলাদেশে পালানোর পরিকল্পনা করছিলেন সাজ্জাক।

তাঁর সঙ্গী আব্দুল, যিনি পালাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ, এখনও পলাতক। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে খুঁজে বের করার প্রচেষ্টা চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।