Homeখবররাজ্যআরজি কর থেকে বদলি সন্দীপ ঘোষের স্ত্রী, বেলেঘাটার আইডি হাসপাতালে নতুন দায়িত্ব

আরজি কর থেকে বদলি সন্দীপ ঘোষের স্ত্রী, বেলেঘাটার আইডি হাসপাতালে নতুন দায়িত্ব

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজ থেকে বদলি করা হল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে একই পদে কাজ করবেন।

হাসপাতাল সূত্রের খবর, ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে ছুটিতে ছিলেন সঙ্গীতা ঘোষ। এবার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তবে তাঁর বদলি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, কারণ আরজি কর হাসপাতাল আর্থিক দুর্নীতির মামলায় তাঁর স্বামী সন্দীপ ঘোষ বর্তমানে জেলবন্দি রয়েছেন। যদিও সঙ্গীতা ঘোষের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক-শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠার পর রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদে সরব হন। সেই সময় আন্দোলনের চাপেই অধ্যক্ষের পদ ছাড়তে বাধ্য হন সন্দীপ ঘোষ। পরে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হলেও সেখানে নতুন করে বিক্ষোভ শুরু হয়, এবং কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁকে ছুটিতে পাঠানো হয়।

এরপর গত ২৫ আগস্ট কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাশাপাশি আরজি কর হাসপাতালে চিকিৎসক-শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগেও তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়। এই মামলায় তিনি জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও তিনি জেলবন্দি।

ইডির তদন্তকারীরা সন্দীপ ঘোষের পাশাপাশি তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করেন। তদন্তে উঠে আসে, সন্দীপ ও সঙ্গীতা যথাযথ অনুমোদন ছাড়াই দুটি সম্পত্তি কিনেছিলেন, যদিও ২০২১ সালে সঙ্গীতার নামে কেনা আরও একটি সম্পত্তির বৈধ কাগজপত্র ছিল। তবে সঙ্গীতা ঘোষের বিরুদ্ধে কোনও আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়নি।

এই প্রেক্ষাপটেই এবার তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হল। স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক কারণ নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে চিকিৎসকমহলে নানা জল্পনা চলছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।