বহুল আলোচিত সারদা কাণ্ডে বড় মোড়। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া প্রথম তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। মঙ্গলবার (১৯ আগস্ট) ব্যাঙ্কশাল আদালত তাঁদের খালাসের রায় দেয়।
২০১৩ সালে দায়ের হওয়া এই মামলাগুলিতে অভিযোগ ছিল, দু’জন মিলে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার প্রতারণা করেছেন। তবে দেবযানীর আইনজীবী শুভজিৎ বল জানান, মামলায় সাক্ষ্যপ্রমাণ যথেষ্ট না থাকায় আদালত তাঁদের বেকসুর খালাস করেছে। তিনি দাবি করেন, “৫০ জন সাক্ষীর মধ্যে প্রায় ১৫ জন কোনও সাক্ষ্যই দেননি। যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁরাও প্রতারণা প্রমাণ করতে পারেননি।”
যদিও আদালতের এই রায়ের পরও জেল থেকে মুক্তি মিলছে না সুদীপ্ত ও দেবযানীর। কারণ তাঁদের বিরুদ্ধে এখনও ২০০-রও বেশি মামলা বিচারাধীন, পাশাপাশি সিবিআই ও ইডি-র একাধিক মামলাও চলছে।
রায়ের পর দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় বলেন, “সত্যের জয় কিছুটা হলেও হয়েছে। অনেক দেরি হচ্ছে, তবু এই প্রথম কোনও মামলায় খালাস হল। আশা করছি এর প্রেক্ষিতে অন্য মামলাতেও খালাস হবে।”
প্রসঙ্গত, ২০১৩ সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর কাশ্মীরের সোনমার্গ থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত ও দেবযানীকে। তারপর থেকেই তাঁরা জেলে বন্দি। যদিও ২০২৩ সালে কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন দেবযানী।
আরও পড়ুন: হাওড়ায় বিদেশি কুকুর পুষতে লাইসেন্স বাধ্যতামূলক করল পুরসভা