Homeখবররাজ্যএক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

এক সপ্তাহের ছুটি শেষ, সোমবার থেকে ফের খুলছে স্কুল

প্রকাশিত

কলকাতা: রাজ্য জুড়ে তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সেই মেয়াদ শেষে আগামী সোমবার (২৪ এপ্রিল) থেকে ফের খুলছে সমস্ত স্কুল।

গত ১৭ এপ্রিল সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পর স্কুল খোলা থাকবে না ছুটি বহাল থাকবে তা নিয়ে প্রশ্ন জাগছিল স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের অভিভাবকের মধ্যে। সেই ধোঁয়াশা কাটিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন স্কুল খুলছে। আনন্দবাজার অনলাইনের কাছে তিনি বলেন, ‘‘নোটিসে যেমন বলা হয়েছিল, তা-ই হবে। পরবর্তী নোটিস না এলে ছুটি এক সপ্তাহেরই হবে বলে লেখা ছিল সেখানে। নোটিস যখন আসেনি, তার অর্থ স্কুল সোমবার থেকেই খুলবে।’’

অত্যধিক গরমের জন্য নির্দিষ্ট সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি পড়ার কথা। সাধারণত ২৪ মে থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হয় গ্রীষ্মকালীন ছুটি। তবে এ বছর প্রায় তিন সপ্তাহ আগে, ২ মে থেকেই এই ছুটি পড়বে।

শেষ কয়েক দিন ধরে তীব্র দহনের কারণে ছুটি দেওয়ার সময় অনেক স্কুলের পরীক্ষা চলছিল। সেই বাকি পরীক্ষাগুলি সোমবার স্কুল খুললে আবার হবে বলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী মনে করা হচ্ছে। তবে সোমবার থেকে পুনরায় স্কুল খোলার পর গ্রীষ্মের ছুটি পড়ার আগে এক সপ্তাহ কী ভাবে পড়াশোনা হবে, তা স্কুলগুলিই ঠিক করবে।

আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পঞ্জাবের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।