Homeখেলাধুলোআইপিএলমুম্বইয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পঞ্জাবের

মুম্বইয়ের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পঞ্জাবের

প্রকাশিত

পঞ্জাব কিংস: ২১৪-৮ (কারেন ৪৪, হরপ্রীত সিং ৪১)

মুম্বই ইন্ডিয়ান্স: ২০১-৬ (গ্রিন ৬৭, সূর্য ৫৭, অর্শদীপ সিং ৪-২৯)

পঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে ১৩ রানে হারতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। শনিবার ওয়াংখেড়েতে আইপিএল-এর হাই-স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচে সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় রোহিত শর্মাদের।

টস জিতে পঞ্জাব কিংসকে শুরুতে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। তৃতীয় ওভারেই গ্রিনের বলে আউট হয়ে যান ম্যাথু শর্ট (১১)। অন্য ওপেনার প্রভসিমরন সিংহকে (২৬) দ্রুত সাজঘরে ফেরালেন অর্জুন তেন্ডুলকর। পঞ্জাব একসময় ৯.৪ ওভারে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে। এর পর পর পঞ্জাবের ইনিংসের হাল ধরেন হরপ্রীত সিংহ। তাঁকে ২২ গজে সঙ্গ দেন অধিনায়ক কারেন। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৯২ রান। হরপ্রীত করলেন ২৮ বলে ৪১ রান। কারেন আউট হন ৫৫ রানে (২৯ বল)। ৭ বলে ২৫ রান করেন জিতেন শর্মা। শুরুর থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে পঞ্জাব।

জয়ের জন্য ২১৫ রান তাড়া করতে নেমে শুরুতেই ঈশান কিশনের (১) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। ঈশান ব্যর্থ হলেও ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ক্যামেরন গ্রিন (৪৩ বলে ৬৭ রান) এবং সূর্যকুমার যাদব (৩৬ বলে ৭৫ রান) হাই সেঞ্চুরি করলেন। ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকলেন টিম ডেভিড। কিন্তু জয়ের দোরগোড়ায় গিয়ে থেমে যেতে হয় রোহিতদের। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০১ রানে আটকে যায় মুম্বই। ১৩ রানে জয়ের ফলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এল পঞ্জাব। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্যাম কারেন।

মুম্বইয়ের সফততম বোলার চাওলা ৩ ওভারে ১৫ রানের ২ উইকেট নিলেন। ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে ২ উইকেট গ্রিনের। ৩ ওভারের ৪৮ রানে ১ উইকেট অর্জুনের। ইংল্যান্ডের জোরে বোলার খরচ করলেন ৪২ রান। পঞ্জাবের হয়ে অর্শদীপ সিং ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন ন্যাথন এলিস ও লিয়াম লিভিংস্টোন।

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?