কলকাতা: গত ২ মে স্কুলে গরমের ছুটি পড়েছিল। তবে গরমের ছুটি শেষ হয়ে ঠিক কবে থেকে স্কুল খুলবে তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল। এ বার সে বিষয়টিই স্পষ্ট করে দিল রাজ্য সরকার।
মঙ্গলবার বিজ্ঞপ্তি রাজ্য সরকার জানিয়েছে, আগামী ৫ জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল। ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল।
২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। তবে তীব্র গরমের কারণেই ছুটি এগিয়ে আনা হয়েছিল। কিন্তু এখনও রাজ্যে ভালো রকম গরম রয়েছে। এই পরিস্থিতিতে সেই দিন থেকেই স্কুল খুলবে না কি অন্য কোনো দিন নির্ধারণ করা হবে তা জানতে চেয়েই শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।
দফতরের কমিশনারকে চিঠি লেখে পর্ষদ। তার কয়েক ঘণ্টার মধ্যেই স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য সরকার।
বিজ্ঞপ্তি দিয়ে ৫ জুন থেকে স্কুল খোলার কথা জানানো হল।
আরও পড়ুন: আবারও ৪০-এর দিকে তাপমাত্রার পারদ, আপেক্ষিক আর্দ্রতায় অস্বস্তি