Home খবর রাজ্য স্বাধীনতা দিবসের আগেই পূর্ব ভারতের প্রথম এসি লোকাল! শিয়ালদহ-রানাঘাট রুটে ১০ অগস্ট...

স্বাধীনতা দিবসের আগেই পূর্ব ভারতের প্রথম এসি লোকাল! শিয়ালদহ-রানাঘাট রুটে ১০ অগস্ট উদ্বোধন

শিয়ালদহ-রানাঘাট রুটে আসছে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন। ১০ অগস্ট উদ্বোধন করবেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। থাকছে আধুনিক প্রযুক্তি ও স্বাচ্ছন্দ্যের একগুচ্ছ ফিচার।

AC Local Train
স্বাধীনতা দিবসের আগেই পূর্ব ভারতের প্রথম এসি লোকাল!

স্বাধীনতা দিবসের আগেই সাধারণ যাত্রীদের জন্য এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে রেলের পরিষেবায়। পূর্ব ভারতের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন চালু হতে চলেছে শিয়ালদহ-রানাঘাট শাখায়। রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অগস্ট এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারশান্তনু ঠাকুর

এই নতুন এসি লোকাল ট্রেনের প্রতিটি কোচই তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে, যাতে নিরাপত্তা ও স্থায়িত্ব— দুই ক্ষেত্রেই উন্নত মান বজায় থাকে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটিতে রাখা হয়েছে ডবল সিল করা কাচের জানালা, যার মাধ্যমে বাইরের দৃশ্য দেখা যাবে, কিন্তু তাপ ও শব্দ ঢুকবে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ট্রেনটির প্রতিটি দরজাই থাকবে অটোমেটিক স্লাইডিং এবং নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভারের হাতে। এতে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই যাত্রী ওঠা-নামার ক্ষেত্রে থাকবে বেশি স্বাচ্ছন্দ্য।

আরও একটি চমকপ্রদ বৈশিষ্ট হল, প্রতিটি কোচের মধ্যে সংযুক্ত থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে, যা সাধারণত দূরপাল্লার ট্রেনে দেখা যায়। এর ফলে যাত্রীরা চলন্ত ট্রেনেই এক কোচ থেকে অন্য কোচে অনায়াসেই যেতে পারবেন।

প্রাথমিকভাবে এই ট্রেনটি থাকবে ১২টি কোচ নিয়ে। অন্যান্য লোকাল ট্রেনের তুলনায় এই এসি ট্রেনে জায়গাও থাকবে অনেক বেশি। দাঁড়িয়ে থাকার জায়গা যেমন বেশি, তেমনই বাতাস চলাচলের ক্ষেত্রেও থাকবে আরামদায়ক ব্যবস্থা।

যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রুটে আরামদায়ক, নিরাপদ ও আধুনিক ট্রেন চালুর। সেই দাবিই এবার বাস্তব হতে চলেছে ১০ অগস্ট থেকে। পূর্ব ভারত তথা বাংলার ট্রেন পরিষেবার ইতিহাসে এটি হতে চলেছে এক নতুন মাইলফলক।

আরও যে খবরগুলো পড়তে পারেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version