শ্রয়ণ সেন
এই বছর জুন এবং জুলাইয়ের পর সেপ্টেম্বরেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে আগস্টে স্বাভাবিকের থেকে অনেকটাই কম বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ।
সেপ্টেম্বরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত গড়ে ৩০০ মিলিমিটার। এই মাসে স্বাভাবিকের থেকে ৩০% পর্যন্ত বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অর্থাৎ ধরে নিতে পারি যে সেপ্টেম্বরে অন্তত ৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
আগামী অন্তত এক সপ্তাহের যা পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। আবহাওয়া মূলত ভালো থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
তার মানে এই যে ১২-১৩ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আর স্বাভাবিক নিয়ম মেনেই নিম্নচাপের আনাগোনা বাড়বে।
সুতরাং ধরে নিতে পারি যে পুজোর দিনগুলোতে যদি নাও হয়, ১৫ সেপ্টেম্বর থেকে অন্তত পুজোর শুরু পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টিও হতে পারে।
এটা সম্পূর্ণ ভাবে ‘শ্রয়ণের আবহাওয়া স্টেশন’ এর বিশ্লেষণ। এই পূর্বাভাস মিলতে পারে, নাও পারে। তাই এখন থেকেই বেশি হইচই করার দরকার নেই।
তবে এটা ঠিক যে অন্তত ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে। তাই পুজো সংক্রান্ত কেনাকাটা, জিনিসপত্র ডেলিভারি করা, ঘরের কা জ করিয়ে নেওয়ার এটাই ভালো সময়।
নইলে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।তেও পারে, নাও মিলতে পারে।