Home রাজ্য শিলিগুড়ি পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

Siliguri Sikkim Helicopter Service

পুজোর ছুটিতে সিকিম ভ্রমণ এখন আরও সহজ। রবিবার থেকে ফের চালু হয়েছে শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। ফলে ভূমিধসে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কে তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে না থেকে পর্যটকরা মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যেতে পারবেন গ্যাংটক। এই উদ্যোগ নিয়েছে ‘সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন’ এবং ‘স্কাইওয়ান এয়ারওয়েজ লিমিটেড’।

গত বছর ২৩ আসনের এমআই-১৭২ হেলিকপ্টার পরিষেবা চালু করেছিল সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তর। কিন্তু বড় আকারের কারণে একাধিক হেলিপ্যাডে নামতে পারেনি কপ্টার। সামান্য খারাপ আবহাওয়াতেই উড়তে ব্যর্থ হয়েছে। এর ফলে যাত্রী সংখ্যা কমে গিয়েছিল, আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় ২০ কোটি টাকার।

আরও পড়ুন: দাম মাত্র ₹১৪,৯৯৯! ভারতে লঞ্চ হল Honor X7c 5G, থাকছে Snapdragon 4 Gen 2 প্রসেসর ও ৫,২০০mAh ব্যাটারি

এবার ছোট আকারের এমআই-১৭২ হেলিকপ্টার নিয়ে নতুন পরিকল্পনা শুরু হয়েছে। এতে ২০ জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারবেন এবং প্রত্যেকে ১০ কেজি মালপত্র নিয়ে যেতে পারবেন। মাথাপিছু ভাড়া ধরা হয়েছে সাড়ে ৪ হাজার টাকা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরে হেলিকপ্টার সার্ভিস অফিস থেকে বুকিং করা যাবে। বুকিংয়ের জন্য যোগাযোগ নম্বর: ০৩৫৯২-২০৩৯৬০ এবং ৭৩১৮৯০৬৬৭৭।

পর্যটন দপ্তর সূত্রে খবর, এবার ছোট আকারের কপ্টার একাধিক হেলিপ্যাডে নামতে সক্ষম হবে। ফলে গ্যাংটকের পাশাপাশি লাচুং, লাচেন বা গুরুদংমার হ্রদ পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়ার সুযোগ বাড়বে।

সিকিম পর্যটনের উপদেষ্টা রাজ বসু বলেন, “পুজোর মুখে শিলিগুড়ি-সিকিম রুটে হেলিকপ্টার পরিষেবা চালুর খবর পর্যটক মহলে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলবে। এবার কতটা সাড়া মেলে, সেটাই দেখার।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version