Homeরাজ্যশিলিগুড়ি'নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই', শিলিগুড়িতে অমিত শাহ

‘নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই’, শিলিগুড়িতে অমিত শাহ

প্রকাশিত

শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তৃতা করার সময় এসএসবি-র ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানান, মাওবাদী কার্যকলাপ প্রতিরোধ থেকে শুরু করে মানব পাচার এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে এসএসবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নেপাল ও ভুটানের ২,৪৫০ কিলোমিটার মুক্ত সীমান্তে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এসএসবি যে দক্ষতার সঙ্গে এই কাজ করে চলেছে, তা অনস্বীকার্য। গত তিন বছরে তারা ১,১০০ অনুপ্রবেশকারী এবং ১৮১ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও, ৮০১ জন পাচারের শিকারকে উদ্ধার করেছে, যার মধ্যে ২৩১ জন নাবালক ও নাবালিকা।”

তিনি আরও জানান, ২০২৪ সালেই এসএসবি ৪,০০০ পাচারকারীকে গ্রেফতার করেছে এবং ১৬,০০০ কেজি মাদক উদ্ধার করেছে। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ দমনে এসএসবি-র সাফল্যকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

শিলিগুড়ি করিডোরের গুরুত্ব তুলে ধরে অমিত শাহ জানান, শিলিগুড়িতে এসএসবি-র হেডকোয়ার্টার থাকার ফলে সীমান্ত সুরক্ষায় ভারত আরও নিশ্চিন্ত। তিনি বলেন, “নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই”। এছাড়াও, তিনি ভার্চুয়াল মাধ্যমে পেট্রাপোল সীমান্তে বিএসএফ জওয়ানদের জন্য নির্মিত আধুনিক ভবনের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ প্রমুখ। এসএসবি-র ৩৫ জন সেনা এবং আধিকারিককে সেবাপদক দিয়ে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএসবি-র সাফল্য প্রসঙ্গে অমিত শাহ বলেন, “সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ সুরক্ষায় এসএসবি যে ভূমিকা পালন করছে, তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

আরও পড়ুন

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।

পাহাড়ে ঘন ঘন ভূমিধস: নেপথ্যে কি উন্নয়নের চাপ ও নিয়ন্ত্রণহীন পর্যটন! কী বলছেন বিশেষজ্ঞরা?

দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ধস ও বন্যার কারণ হিসেবে উঠে এল বেপরোয়া নির্মাণ, পাহাড় কেটে রাস্তা ও হোটেল তৈরি, এবং নিয়ন্ত্রণহীন পর্যটন। বিশেষজ্ঞদের মতে, এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের ক্ষতি হবে স্থায়ী।

উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও বন্যার জেরে আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও সংক্ষিপ্ত রুটে থামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।