Homeরাজ্যশিলিগুড়ি'নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই', শিলিগুড়িতে অমিত শাহ

‘নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই’, শিলিগুড়িতে অমিত শাহ

প্রকাশিত

শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তৃতা করার সময় এসএসবি-র ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানান, মাওবাদী কার্যকলাপ প্রতিরোধ থেকে শুরু করে মানব পাচার এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে এসএসবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নেপাল ও ভুটানের ২,৪৫০ কিলোমিটার মুক্ত সীমান্তে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এসএসবি যে দক্ষতার সঙ্গে এই কাজ করে চলেছে, তা অনস্বীকার্য। গত তিন বছরে তারা ১,১০০ অনুপ্রবেশকারী এবং ১৮১ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও, ৮০১ জন পাচারের শিকারকে উদ্ধার করেছে, যার মধ্যে ২৩১ জন নাবালক ও নাবালিকা।”

তিনি আরও জানান, ২০২৪ সালেই এসএসবি ৪,০০০ পাচারকারীকে গ্রেফতার করেছে এবং ১৬,০০০ কেজি মাদক উদ্ধার করেছে। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ দমনে এসএসবি-র সাফল্যকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

শিলিগুড়ি করিডোরের গুরুত্ব তুলে ধরে অমিত শাহ জানান, শিলিগুড়িতে এসএসবি-র হেডকোয়ার্টার থাকার ফলে সীমান্ত সুরক্ষায় ভারত আরও নিশ্চিন্ত। তিনি বলেন, “নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই”। এছাড়াও, তিনি ভার্চুয়াল মাধ্যমে পেট্রাপোল সীমান্তে বিএসএফ জওয়ানদের জন্য নির্মিত আধুনিক ভবনের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ প্রমুখ। এসএসবি-র ৩৫ জন সেনা এবং আধিকারিককে সেবাপদক দিয়ে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএসবি-র সাফল্য প্রসঙ্গে অমিত শাহ বলেন, “সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ সুরক্ষায় এসএসবি যে ভূমিকা পালন করছে, তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।

নবজীবন পাচ্ছে ঐতিহ্যবাহী দার্জিলিং স্টেশন, আর্ট ডেকো ধাঁচে হবে পুনঃসংস্কার

৮৯ বছরের পুরনো দার্জিলিং স্টেশন নতুন রূপে ফিরছে। ঐতিহ্যবাহী আর্ট ডেকো স্থাপত্য ফিরিয়ে আনার সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার সংযোজন হবে, জানাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।