Homeরাজ্যশিলিগুড়ি'নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই', শিলিগুড়িতে অমিত শাহ

‘নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই’, শিলিগুড়িতে অমিত শাহ

প্রকাশিত

শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বক্তৃতা করার সময় এসএসবি-র ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি জানান, মাওবাদী কার্যকলাপ প্রতিরোধ থেকে শুরু করে মানব পাচার এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে এসএসবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নেপাল ও ভুটানের ২,৪৫০ কিলোমিটার মুক্ত সীমান্তে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এসএসবি যে দক্ষতার সঙ্গে এই কাজ করে চলেছে, তা অনস্বীকার্য। গত তিন বছরে তারা ১,১০০ অনুপ্রবেশকারী এবং ১৮১ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও, ৮০১ জন পাচারের শিকারকে উদ্ধার করেছে, যার মধ্যে ২৩১ জন নাবালক ও নাবালিকা।”

তিনি আরও জানান, ২০২৪ সালেই এসএসবি ৪,০০০ পাচারকারীকে গ্রেফতার করেছে এবং ১৬,০০০ কেজি মাদক উদ্ধার করেছে। পাশাপাশি, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বিহার ও ঝাড়খণ্ডে মাওবাদী কার্যকলাপ দমনে এসএসবি-র সাফল্যকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

শিলিগুড়ি করিডোরের গুরুত্ব তুলে ধরে অমিত শাহ জানান, শিলিগুড়িতে এসএসবি-র হেডকোয়ার্টার থাকার ফলে সীমান্ত সুরক্ষায় ভারত আরও নিশ্চিন্ত। তিনি বলেন, “নেপাল এবং ভুটানের সীমান্ত নিয়ে একেবারেই চিন্তিত নই”। এছাড়াও, তিনি ভার্চুয়াল মাধ্যমে পেট্রাপোল সীমান্তে বিএসএফ জওয়ানদের জন্য নির্মিত আধুনিক ভবনের উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা এবং মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ প্রমুখ। এসএসবি-র ৩৫ জন সেনা এবং আধিকারিককে সেবাপদক দিয়ে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএসবি-র সাফল্য প্রসঙ্গে অমিত শাহ বলেন, “সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ সুরক্ষায় এসএসবি যে ভূমিকা পালন করছে, তা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।

পাহাড়ে ঘন ঘন ভূমিধস: নেপথ্যে কি উন্নয়নের চাপ ও নিয়ন্ত্রণহীন পর্যটন! কী বলছেন বিশেষজ্ঞরা?

দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ধস ও বন্যার কারণ হিসেবে উঠে এল বেপরোয়া নির্মাণ, পাহাড় কেটে রাস্তা ও হোটেল তৈরি, এবং নিয়ন্ত্রণহীন পর্যটন। বিশেষজ্ঞদের মতে, এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের ক্ষতি হবে স্থায়ী।

উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও বন্যার জেরে আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও সংক্ষিপ্ত রুটে থামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।