Homeরাজ্যশিলিগুড়িতিস্তা নদীর উপর নির্মিত নতুন সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন লাচেন-লাচুং

তিস্তা নদীর উপর নির্মিত নতুন সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন লাচেন-লাচুং

প্রকাশিত

উত্তর সিকিমে তিস্তা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ মঙ্গলবার ভেঙে পড়ল। মাত্র এক বছরেরও কম সময়ে তৈরি এই সেতু ভেঙে যাওয়ায় তীব্র অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার মালবোঝাই একটি লরি সঙ্কলাং সেতু দিয়ে পার হওয়ার সময় আচমকাই সেটি ভেঙে পড়ে। ফলে উত্তর সিকিমের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র লাচেন এবং লাচুং-এর সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই ঘটনার ফলে বহু পর্যটক আটকে পড়েছেন। তাঁদের ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের চলাচলেও বড় সমস্যা তৈরি হয়েছে। সেতু ভেঙে যাওয়ার পর মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

সিকিম সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। কী কারণে মাত্র এক বছরের মধ্যে সেতুটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, অতিরিক্ত ভার বহনের কারণেই সেতুটি ধসে পড়েছে। তবে প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা, কারণ এটি লাচেন ও লাচুং-এর মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী পথগুলির মধ্যে অন্যতম। রাজ্য সরকার জানিয়েছে, সেতু মেরামতির কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।

নবজীবন পাচ্ছে ঐতিহ্যবাহী দার্জিলিং স্টেশন, আর্ট ডেকো ধাঁচে হবে পুনঃসংস্কার

৮৯ বছরের পুরনো দার্জিলিং স্টেশন নতুন রূপে ফিরছে। ঐতিহ্যবাহী আর্ট ডেকো স্থাপত্য ফিরিয়ে আনার সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার সংযোজন হবে, জানাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক করল পুরনিগম। পয়লা বৈশাখের আগেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ। ব্যবসায়ী মহলসহ সাধারণ মানুষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।