Homeরাজ্যশিলিগুড়িধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

ধসে বিপর্যস্ত! মেরামতির জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-সিকিম সড়ক, কত দিন জেনে নিন

দার্জিলিং ও কালিম্পংয়ে ভয়াবহ ধসের জেরে ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিকল্প পথে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করছে প্রশাসন।

প্রকাশিত

দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ভয়াবহ বৃষ্টিপাত ও ধসের জেরে কার্যত ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ি-সিকিমের ১০ নম্বর জাতীয় সড়ক ধসের কারণে একাধিক স্থানে অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই কারণে রাস্তা মেরামতির জন্য চারদিনের জন্য সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (NHIDCL)।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ অক্টোবর দুপুর ১টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত এই জাতীয় সড়কে সমস্ত ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। প্রশাসনের আশঙ্কা, এই সময়ে সিকিম ও উত্তরবঙ্গের মানুষের পাশাপাশি পর্যটকদেরও মারাত্মক দুর্ভোগ পোহাতে হবে।

প্রবল বর্ষণে ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ধস নেমেছে। একাধিক জায়গায় মাটি ও পাথর জমে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ধস না সরালে গাড়ি চলাচল বিপজ্জনক হয়ে উঠবে। অন্যদিকে, রোহিণী রাস্তাও এখনও সম্পূর্ণ সংস্কার হয়নি, ফলে বিকল্প পথেও সমস্যা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে কালিম্পং জেলা প্রশাসন পর্যটকদের জন্য বিকল্প ঘুরপথের ব্যবস্থা করছে যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারেন। তবুও স্বাভাবিক যাতায়াতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দা, কর্মজীবী ও পর্যটকরা।

এদিকে, পর্যটন ব্যবসায়ীদের সংগঠনগুলি ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। তারা জানতে চেয়েছেন— রাস্তা সংস্কারের বর্তমান অবস্থান কী এবং কতদিনে যোগাযোগ স্বাভাবিক হতে পারে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার জন্যও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

পর্যটন ব্যবসায়ীদের বক্তব্য, “গাড়ি চলাচলের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। দ্রুত রাস্তা সংস্কার না হলে এবং তথ্য জানানো না হলে আমরা সরাসরি কর্তৃপক্ষের দফতরে গিয়ে উত্তর চাইব।”

বিশেষজ্ঞদের মতে, এবারের বর্ষায় পাহাড়ি ধসের সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি, যা উত্তরবঙ্গের পরিবহন ও পর্যটন অর্থনীতিতে বড় আঘাত হানছে। প্রশাসন জানিয়েছে, রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য ২৪ ঘণ্টা ধরে জরুরি মেরামতির কাজ চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

পাহাড়ে ঘন ঘন ভূমিধস: নেপথ্যে কি উন্নয়নের চাপ ও নিয়ন্ত্রণহীন পর্যটন! কী বলছেন বিশেষজ্ঞরা?

দার্জিলিং ও কালিম্পঙে লাগাতার ধস ও বন্যার কারণ হিসেবে উঠে এল বেপরোয়া নির্মাণ, পাহাড় কেটে রাস্তা ও হোটেল তৈরি, এবং নিয়ন্ত্রণহীন পর্যটন। বিশেষজ্ঞদের মতে, এখনই পদক্ষেপ না নিলে পাহাড়ের ক্ষতি হবে স্থায়ী।

উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

উত্তরবঙ্গে প্রবল বর্ষণ ও বন্যার জেরে আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও সংক্ষিপ্ত রুটে থামানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।