কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্যের মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। তার পরই ঘামতে শুরু করেন দর দর করে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন রাজ্যের পর্যটন মন্ত্রী।
জানা গিয়েছে, রবিবার বিকেল থেকে বুকে চিনচিনে ব্যথা অনুভব করছিলেন। সোমবার ভর্তি করতে হয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বাবুলের ইসিজি-তে সামান্য ওঠানামা দেখা গিয়েছে। তবে ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট স্বাভাবিক। করোনারি অ্যাঞ্জিথেরাপি করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। অত্যন্ত দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করা হয়। তাতে করোনারি আর্টারি ডিজিস ধরা পড়েছে, তবে প্রাথমিক পর্যায়ে। ফলে এই মুহূর্তে কোনো রকম বাইপাস সার্জারির দরকার নেই, তবে পর্যবেক্ষণে থাকবেন তিনি।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন বাবুল। সরোজ মণ্ডলই উডল্যান্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন, শহরের অন্যতম নামী কার্ডিওলজিস্ট তিনি। বাবুল সুপ্রিয়কে কবে ছাড়া হবে, সে ব্যাপারে এখনই কিছু জানা যায়নি।
আরও পড়ুন: সচিব বদলকে কেন্দ্র করে সংঘাতের পথে রাজভবন-নবান্ন!