ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার পর সেটি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও) সত্যিই আপলোড করেছেন কি না—এবার তা নিজের মোবাইল বা ল্যাপটপ থেকেই যাচাই করতে পারবেন ভোটাররা। বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দ্বিতীয় পর্বে এমনই নতুন সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
কীভাবে যাচাই করবেন ফর্ম আপলোড হয়েছে কি না?
১. মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপে ইন্টারনেট সংযোগ চালু করুন।
২. ব্রাউজারে টাইপ করুন: voters.eci.gov.in
৩. খুলে যাবে Voters Service Portal।
৪. ডানদিকের কলামে সবুজ রঙের Fill Enumeration Form ট্যাব-এ ক্লিক করুন।
5. লগ ইন করতে হবে মোবাইল নম্বর বা EPIC নম্বর দিয়ে।
- EPIC-এর সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে আগে সাইন ইন করে লিঙ্ক করতে হবে।
৬. লগইন করার পর পাওয়া ওটিপি প্রবেশ করান।
৭. আবার Fill Enumeration Form ট্যাব-এ গিয়ে নিজের EPIC নম্বর লিখে সার্চ করুন।
যদি ফর্ম সঠিক মোবাইল নম্বরে আপলোড হয়ে থাকে, তাহলে লেখা ভেসে উঠবে—
“Your form has already been submitted with mobile number XXX…”
যদি কোনও তথ্য না দেখায়, তা মানে ফর্ম এখনও আপলোড হয়নি।
ভুল মোবাইলে ফর্ম আপলোড হয়ে গেলে অবিলম্বে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, নইলে ভবিষ্যতে জটিলতার মুখে পড়তে পারেন ভোটার।
আরও পড়ুন: এসআইআর নিয়ে চিঠির লড়াই: মমতার পর মুখ্য নির্বাচনী কমিশনারকে পাল্টা চার পাতা চিঠি শুভেন্দুর
