উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কৃৃষি বিষয়ক প্রশিক্ষণ শিবির হয়ে গেল সোমবার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে।
কৃষি কাজে অন্যতম ভূমিকা পালন করে আসছে ভারত সরকার অধীনস্থ আইসিএআর। এই সংস্থার উদ্যোগে জয়নগর-২ ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রে তিনদিনের ৯৫তম আইসিএআর ফাউন্ডেশন ডে ও টেকনোলজি দিবস পালন করা হচ্ছে রবিবার থেকে। আর এরই অঙ্গ হিসেবে সোমবার আধুনিক পদ্ধতিতে ধান চাষের সুফলের উপর নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেন কৃষকদের।
রবিবার থেকে শুরু হওয়া তিনদিনের আইসিএআর ফাউন্ডেশন দিবসের অনুষ্ঠানটি দিল্লি থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ছিলেন মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি মন্ত্রকের মন্ত্রী পুরুষোত্তম রুপালা-সহ আরও অনেকে। এই উপলক্ষে নিমপীঠে উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডা: চন্দনকুমার মণ্ডল-সহ আরো অনেকে।
সারা দেশের ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে তিনদিনের এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। সুন্দরবনের কৃষকদের আরও কিছু জানানোর জন্য বিভিন্ন প্রদর্শনী করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন এলাকার কৃষিজীবী মানুষ ও একাধিক স্বেচছাসেবী সংস্থা প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইসিআর-এর যে যে কৃষিপ্রযুক্তি রয়েছে, তার মধ্যে ন্যাচারাল ফার্মিং ও ড্রোন অন্যতম। বিভিন্ন রকমের জল সংরক্ষণের পদ্ধতিগুলির পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন চাষের বিষয়গুলি এই প্রদর্শনীতে রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণত জানি সুন্দরবনের কৃষকরা বিভিন্ন চাষের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। তবে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের কৃষকরা কৃষি ক্ষেত্রে যতটা এগিয়ে আর্থিক ভাবে অনেকটাই কিন্তু পিছিয়ে। আর এই সুন্দরবনের কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষ করে স্বাবলম্বী করতে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভূমিকা অপরিসীম। বিভিন্ন রকমের জল সংরক্ষণের পদ্ধতিগুলির পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন চাষের বিষয়গুলিও তুলে ধরা হয়।
আরও পড়ুন: দিনভর মেঘাচ্ছন্ন আকাশ, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি জেলায় জেলায়