Homeচাষবাসের খবর৯৫তম আইসিএআর ফাউন্ডেশন ডে: নিমপীঠে কৃষি বিষয়ক প্রশিক্ষণ শিবির

৯৫তম আইসিএআর ফাউন্ডেশন ডে: নিমপীঠে কৃষি বিষয়ক প্রশিক্ষণ শিবির

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কৃৃষি বিষয়ক প্রশিক্ষণ শিবির হয়ে গেল সোমবার নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে।

কৃষি কাজে অন্যতম ভূমিকা পালন করে আসছে ভারত সরকার অধীনস্থ আইসিএআর। এই সংস্থার উদ্যোগে জয়নগর-২ ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রে তিনদিনের ৯৫তম আইসিএআর ফাউন্ডেশন ডে ও টেকনোলজি দিবস পালন করা হচ্ছে রবিবার থেকে। আর এরই অঙ্গ হিসেবে সোমবার আধুনিক পদ্ধতিতে ধান চাষের সুফলের উপর নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেন কৃষকদের।

রবিবার থেকে শুরু হওয়া তিনদিনের আইসিএআর ফাউন্ডেশন দিবসের অনুষ্ঠানটি দিল্লি থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ছিলেন মৎস্য প্রাণী সম্পদ ও ডেয়ারি মন্ত্রকের মন্ত্রী পুরুষোত্তম রুপালা-সহ আরও অনেকে। এই উপলক্ষে নিমপীঠে উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডা: চন্দনকুমার মণ্ডল-সহ আরো অনেকে।

সারা দেশের ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে তিনদিনের এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। সুন্দরবনের কৃষকদের আরও কিছু জানানোর জন্য বিভিন্ন প্রদর্শনী করা হয়েছে। সুন্দরবনের বিভিন্ন এলাকার কৃষিজীবী মানুষ ও একাধিক স্বেচছাসেবী সংস্থা প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইসিআর-এর যে যে কৃষিপ্রযুক্তি রয়েছে, তার মধ্যে ন্যাচারাল ফার্মিং ও ড্রোন অন্যতম। বিভিন্ন রকমের জল সংরক্ষণের পদ্ধতিগুলির পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন চাষের বিষয়গুলি এই প্রদর্শনীতে রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত জানি সুন্দরবনের কৃষকরা বিভিন্ন চাষের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। তবে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের কৃষকরা কৃষি ক্ষেত্রে যতটা এগিয়ে আর্থিক ভাবে অনেকটাই কিন্তু পিছিয়ে। আর এই সুন্দরবনের কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষ করে স্বাবলম্বী করতে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভূমিকা অপরিসীম। বিভিন্ন রকমের জল সংরক্ষণের পদ্ধতিগুলির পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন চাষের বিষয়গুলিও তুলে ধরা হয়।

আরও পড়ুন: দিনভর মেঘাচ্ছন্ন আকাশ, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি জেলায় জেলায়

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।