Homeরাজ্যদঃ ২৪ পরগনাহেলমেট-টুপি পরে সোনার বা খাবারের দোকানে নয়, নির্দেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

হেলমেট-টুপি পরে সোনার বা খাবারের দোকানে নয়, নির্দেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

প্রকাশিত

প্রতিষ্ঠিত দোকানে ক্রেতাদের ঢোকার ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।  তাতে বলা হয়েছে, হেলমেট, টুপি বা মাস্ক পরে দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢোকা যাবে না। বারাকপুর ছাড়াও নৈহাটি, কাঁচরাপাড়়া সর্বত্রই এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের নির্দেশিকা মেনে সেই নোটিস দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছে।

ব্যবসায়ীদের তাড়া করে বেড়াচ্ছে গ্যাংস্টার সুবোধ সিংহের আতঙ্ক। সে কারণেই কমিশনানেরেট পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুধু সোনার দোকান নয়, ব্যারাকপুর জুড়ে বড় বড় রেস্তরাঁ, সোনার শো-রুম রয়েছে। নামী বিরিয়ানির দোকান রয়েছে। সেই সব প্রতিষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পদক্ষেপ করেছে কমিশনারেট। ইতিমধ্যেই বারাকপুর কমিশনারেট এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। কোনও ক্রেতা খোলা মাথায় দোকানে ঢুকলে তাকে সহজে চিহ্নিত করা যাবে। ফলে, কমিশনারেটের পক্ষ থেকে নজরদারিতে সুবিধা হবে।

সম্প্রতি, দক্ষিণেশ্বরের একটি হোটেলে আগ্নেয়াস্ত্র সহ বিহারের দু’জন দুষ্কৃতীকে গোয়েন্দারা গ্রেফতার করে। ব্যারাকপুরের একটি খাবারের দোকানে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তাতে বোঝা যায়, বিহারের অন্য গ্যাংস্টারদের নজর রয়েছে বারাকপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের দিকে। তাই নজরদারি খামতি রাখতে চাইছেন না পুলিস কর্তারা।

এদিকে, বারাকপুরের বিরিয়ানি দোকানের মালিককে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে সুবোধ সিংকে পাঁচদিনের হেফাজতে নিয়েছে মোহনপুর পুলিস। এছাড়া মঙ্গলবার সুবোধ সিং ও রোশন যাদবের কণ্ঠস্বরের নমুনা আদালতেই সংগ্রহ করা হয়। সুবোধের আইনজীবী কমলজিৎ সিং বলেন, ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার পর মোহনপুর থানা তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিকেলে মোহনপুর থানায় নিয়ে যাওয়া হয়। রাস্তায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিমুখে সুবোধ জানায়, সে কিছুই জানে না, তাকে ফাঁসানো হচ্ছে। সব ফালতু কথা। এদিনও তাকে হেলমেট পরিয়ে নিয়ে আসা হয়েছিল, আবার হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়। বারাকপুর কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ জানান, ব্যবসায়ীকে হুমকির ঘটনায় সুবোধের যোগ পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।