উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সাগর: ঘূর্ণিঝড় দানার প্রভাবে শুক্রবার সকাল থেকে গঙ্গাসাগর অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রের জোয়ারের জল ঢুকে পড়েছে কপিল মুনি মন্দিরের সামনে। মন্দির সংলগ্ন চাতাল এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের জেরে শুক্রবার দুপুরের মধ্যেই সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে আশেপাশের এলাকা।
বৃহস্পতিবার রাত থেকেই সমুদ্রের ঢেউ ক্রমাগত আছড়ে পড়ছে উপকূলে, যার ফলে গঙ্গাসাগরের কপিল মুনি মন্দিরের চারপাশের অঞ্চল জলের তলায় চলে গিয়েছে। কপিল মুনির আশ্রমের সাধু-সন্ন্যাসী থেকে মন্দিরের পুরোহিত, সবাই উদ্বিগ্ন হয়ে রয়েছেন – তাঁদের মনে কপিল মুনি মন্দিরে জল ঢুকে পড়ার আশঙ্কা বাড়ছে।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে মন্দিরের সামনে পুকুর এবং উঁচু জায়গাগুলি সবই জলের তলায় চলে গেছে, ফলে কোন জায়গা কোথায় তা বোঝা যাচ্ছে না। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দা ও তীর্থযাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকলেও, ঘূর্ণিঝড় দানা-র জেরে অবিরাম বৃষ্টিপাত ও সমুদ্রের জোয়ারের কারণে গঙ্গাসাগর অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
