Home রাজ্য দঃ ২৪ পরগনা ছটপুজোতে গঙ্গাকে দূষণমুক্ত করতে ‘গঙ্গা উৎসব’ হয়ে গেল ফলতায়

ছটপুজোতে গঙ্গাকে দূষণমুক্ত করতে ‘গঙ্গা উৎসব’ হয়ে গেল ফলতায়

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ফলতা : দীপাবলি শেষ হতে চলে এল আরেক উৎসব ছটপুজো। এখন রাজ্যে মহাসমারোহে এই ছটপুজো হয়। মূলত হিন্দিভাষীরা এই পুজো করেন শান্তি কামনায়। আর এই ছটপুজোকে সামনে রেখে বুধবার গঙ্গাকে দূষণমুক্ত করার বার্তা দিতে ফলতায় পালিত হল গঙ্গা উৎসব।

এই অনুষ্ঠান থেকে বার্তা দেওয়া হয়েছে, ‘গঙ্গাকে পরিষ্কার আমাদের অঙ্গীকার’। নদীতে আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে বলা হয়েছে এখান থেকে। জেলা গঙ্গা কমিটি দক্ষিণ ২৪ পরগনা এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার সমর্থনে এই উৎসবের আয়োজন করা হয় এ দিন।

এই অনুষ্ঠানে জেলা গঙ্গা কমিটি গঙ্গানদীকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখার জন্য বেশ কিছু নির্দেশিকা তুলে ধরল। নদীতে কোনো ধরনের বর্জ্য না ফেলতে নাগরিকদের সচেতন করা হয় এ দিন। গঙ্গাকে দূষণের হাত থেকে বাঁচালে নদীর জলের জীববৈচিত্র্য রক্ষা পাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা‌।

New Project 60

প্লাস্টিক, থার্মোকল ও অজৈব বর্জ্যগুলিকেও নদীতে ফেলার পরিবর্তে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে এখান থেকে। প্রতিমা বিসর্জনের পর ২৪ ঘণ্টার মধ্যেই প্রতিমার কাঠামো, খড় এবং অন্যান্য সামগ্রী নদী থেকে সরানোর কথা বলা হয়েছে, যাতে নদীর জলে দূষণ না ছড়ায়।

এ দিন মহিলারা গঙ্গা বাঁচাতে সচেতনতা মূলক পদযাত্রায় যোগ দেন। সকলকে সচেতন করার জন্য আগামীতে এ রকম অনুষ্ঠান আরও করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version