উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: শীত পড়তেই আবার বাঘের আতঙ্কে আতঙ্কিত সুন্দরবনের মৈপীঠ উপকূল থানা এলাকার মানুষ। নিম্নচাপের হাত ধরে শীতের ইনিংস শুরু হয়েছে। আর শীত পড়তেই ভ্রমণপ্রিয় মানুষ বেড়ানোর উদ্দেশে সুন্দরবন ভ্রমণ করছে। আর ঠিক সেই সময়ে সুন্দরবনের লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবরে আতঙ্কিত মানুষ।
কুলতলি বিধানসভার অন্তর্গত মৈপীঠ উপকূল থানার ভুবনেশ্বরীর গৌড়ের চক এলাকায় শনিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় মানুষজন। আর তার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ দিন গ্রামবাসীরা গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে মৈপীঠ উপকূল থানার ওসি স্বপন বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। চলে আসে জেলা বন দফতরের-সহ আধিকারিক অনুরাগ চৌধুরী-সহ বনদফতরের কর্মীরা।
বনদফতরের কর্মীরা ওই এলাকায় পৌঁছে পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে বাঘের পায়ের ছাপের নমুনা খতিয়ে দেখেন ও নমুনা সংগ্রহ করে। সুন্দরবনের জঙ্গল থেকে নদী পেরিয়ে সত্যিই কি বাঘ লোকালয়ে সংলগ্ন জঙ্গলে এসেছিল কি না, এ দিন তাও খতিয়ে দেখছেন তাঁরা। পাশাপাশি বাঘের পায়ের ছাপ না অন্য কোনো বন্য পশুর পায়ের ছাপ তারও তদন্ত করছেন বনআধিকারিকরা।