Home খেলাধুলো ক্রিকেট সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ রবিবার, রিঙ্কু সিংকে কী পরামর্শ দিলেন হেড...

সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ রবিবার, রিঙ্কু সিংকে কী পরামর্শ দিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়

0

রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু করবে ভারত। প্লেয়িং ইলেভেনে নির্বাচিত হলে সকলের চোখ থাকবে রিঙ্কু সিংয়ের দিকে। মারমুখী মেজাজে ব্যাট করার জন্য স্বভাবতই সবার মন কেড়ে নিয়েছেন তিনি। এ বার কাগিসো রাবাদাদের বিরুদ্ধে মাঠে নামার আগে হেড কোচ রাহুল দ্রাবিড় তাঁকে কী পরামর্শ দিলেন? সেটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রিঙ্কু।

বিসিসিআইয়ের একটি ভিডিয়োতে রিঙ্কু সিং বলেছেন, “এখানকার আবহাওয়া সুন্দর। এখানে আসার পর আমরা হাঁটতে গিয়েছিলাম এবং তারপর আমি নেটে গিয়েছিলাম। এই প্রথম আমি রাহুল দ্রাবিড়ের অধীনে প্রশিক্ষণ নিলাম এবং এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তিনি আমাকে বলেছিলেন যে আমি যা ছিলাম, তাতেই লেগে থাকতে। সেটাই করছি এবং আমার পদ্ধতিতে আস্থা রাখছি। দ্রাবিড় স্যার আমাকে বলেছিলেন যে পাঁচ নম্বরে খেলা কঠিন, কিন্তু আমাকে আমার ক্ষমতার উপর বিশ্বাস রাখতে বলেছেন। ঠান্ডা মাথায় খেলার পরামর্শ দিয়েছেন”।

সাউথ আফ্রিকার পিচ সম্পর্কে জানতে চাওয়া হলে রিঙ্কু বলেন, একেবারে আলাদা, তবে তিনি জানেন কী ভাবে পেসি এবং বাউন্সি উইকেটে খেলতে হয়। তাঁর কথায়, “সাউথ আফ্রিকায় এটা বেশ বাউন্সি। ভারতে আপনি এতটা বাউন্স পাবেন না, এটাও বেশ দ্রুত। আমি পেস ব্যবহার করতে চাই”।

ওই ভিডিয়োয় রিঙ্কু আরও বলেন, “আমি ২০১৩ সাল থেকে উত্তরপ্রদেশের হয়ে খেলেছি, সবসময়ই পাঁচ নম্বরে। সেখানে ব্যাট করা কঠিন কিন্তু আমি নিজেকে অনুপ্রাণিত করতে থাকি। তাই এখন আর অসুবিধা হয় না। “

১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। ১০, ১২, ১৪ ডিসেম্বর তিনটে টি-২০ ম্যাচ হবে। এরপর ১৭, ১৯, ২১ ডিসেম্বর হবে তিনটি ওডিআই ম্যাচ। ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম টেস্ট আর ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন: জনপ্রিয়তার নিরিখে ফের বিশ্বনেতাদের তালিকার শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version