Homeরাজ্যদঃ ২৪ পরগনাভুয়ো ভোটার ধরতে ক্যানিংয়ে বাড়ি বাড়ি ঘুরছেন বিধায়ক

ভুয়ো ভোটার ধরতে ক্যানিংয়ে বাড়ি বাড়ি ঘুরছেন বিধায়ক

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: ভুয়ো ভোটার চিহ্নিত করতে ক্যানিংয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিধায়ক পরেশরাম দাস। দক্ষিণ ২৪ পরগনার দিঘিরপাড় এলাকায় ভোটার তালিকা যাচাই করতে গিয়ে সামনে এসেছে একাধিক অভিযোগ।

অনেকের আধার কার্ডে বসিরহাটের ঠিকানা, অথচ তাঁরা থাকছেন ক্যানিংয়ে। এ ছাড়া, মৃত ব্যক্তিদের নামও রয়ে গেছে ভোটার তালিকায়। শুক্রবার সকালে বিধায়ক পরেশরাম দাস তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে ভোটার তালিকা যাচাই করেন। অন্তত দুই ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।

দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ১৬২ নম্বর বুথে গিয়েছিলেন। ভোটার তালিকা নিয়ে প্রতিটি বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সদস্য উত্তম পাল ও তন্ময় দাস।দেখা যায়, বেশ কিছু মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকাতে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ক্যানিংয়ের মাতলা ১ নম্বর গ্রামের বিভিন্ন এলাকায় বসিরহাটের কিছু আধার কার্ড পাওয়া গিয়েছে। অনেক দিন ধরেই তাঁরা সেখানে থাকছেন বলে খবর। ভোটার তালিকায় তাঁদের নাম উঠেছে কি?

বিধায়ক জানান, তাঁদের কর্মসূচির মূল উদ্দেশ্য স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। দলীয় কর্মীরা প্রতিটি পঞ্চায়েতের বুথে যাচ্ছেন এবং সন্দেহজনক ভোটারদের বিষয়ে প্রশাসনকে জানানো হচ্ছে। ক্যানিংয়ে ভাড়া থাকা বহু মানুষ ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের আগের এলাকার তালিকায় নাম আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।