Home রাজ্য দঃ ২৪ পরগনা সুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

সুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

সুন্দরবনের জঙ্গলে ‘ফিরে গেল’ কুলতলির বাঘ, স্বস্তির নিঃশ্বাস গ্রামে

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গ্রামে প্রবেশ করা রয়্যাল বেঙ্গল টাইগার অবশেষে তার ডেরায় ফিরে গিয়েছে। বাঘটির পায়ের ছাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই জানিয়েছেন বনকর্মীরা। কুলতলির উত্তর বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে প্রবেশ করেছে বাঘটি। বনকর্মীদের এই বার্তার পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা।

সোমবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লি ও কিশোরীমোহনপুরে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। এর পরেই বনকর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা বাঘের সন্ধানে তল্লাশি শুরু করেন। গত দু’দিন ধরে জঙ্গলে অনুসন্ধান চললেও বাঘের নাগাল মেলেনি। তবে কখনও গর্জনের শব্দ, কখনও আবার পায়ের ছাপের মাধ্যমে তার উপস্থিতির প্রমাণ মিলেছে।

বাঘকে জঙ্গলে ফেরানোর জন্য বন দফতর একাধিক পদক্ষেপ নেয়। কুলতলির উত্তর জগদ্দল সংলগ্ন এলাকায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ পেয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। খাঁচা পাতা হয়, টোপ হিসেবে রাখা হয় ছাগল। মঙ্গলবার রাতে বাঘটি অবস্থান বদলে উত্তর-পূর্ব দিকে সরে যায়।

বুধবার সকালে বনকর্মীরা নিশ্চিত হন, বাঘটি ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে সুন্দরবনের আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, “বাঘটি জঙ্গলে ফিরে যাওয়ায় গ্রামবাসীদের আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে।”

গ্রামের বাসিন্দারা বাঘের জঙ্গলে ফিরে যাওয়ার খবরে খানিকটা স্বস্তি পেয়েছেন। তবে তাঁরা বন দফতরকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক।

এই ঘটনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে বন দফতরের দক্ষতা ও প্রচেষ্টা আবারও প্রমাণিত হয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তার চেনা পরিবেশে ফিরে যাওয়ায় পরিবেশপ্রেমীদের মধ্যেও স্বস্তির বাতাবরণ।

বারবার অবস্থান বদল, কুলতলির সেই রয়্যাল বেঙ্গল এ বার মৈপীঠে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version