Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

সুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

প্রকাশিত

সুন্দরবনের জঙ্গলে ‘ফিরে গেল’ কুলতলির বাঘ, স্বস্তির নিঃশ্বাস গ্রামে

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গ্রামে প্রবেশ করা রয়্যাল বেঙ্গল টাইগার অবশেষে তার ডেরায় ফিরে গিয়েছে। বাঘটির পায়ের ছাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই জানিয়েছেন বনকর্মীরা। কুলতলির উত্তর বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে প্রবেশ করেছে বাঘটি। বনকর্মীদের এই বার্তার পরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাসীরা।

সোমবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তপল্লি ও কিশোরীমোহনপুরে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। এর পরেই বনকর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা বাঘের সন্ধানে তল্লাশি শুরু করেন। গত দু’দিন ধরে জঙ্গলে অনুসন্ধান চললেও বাঘের নাগাল মেলেনি। তবে কখনও গর্জনের শব্দ, কখনও আবার পায়ের ছাপের মাধ্যমে তার উপস্থিতির প্রমাণ মিলেছে।

বাঘকে জঙ্গলে ফেরানোর জন্য বন দফতর একাধিক পদক্ষেপ নেয়। কুলতলির উত্তর জগদ্দল সংলগ্ন এলাকায় নদীর ধারে বাঘের পায়ের ছাপ পেয়ে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। খাঁচা পাতা হয়, টোপ হিসেবে রাখা হয় ছাগল। মঙ্গলবার রাতে বাঘটি অবস্থান বদলে উত্তর-পূর্ব দিকে সরে যায়।

বুধবার সকালে বনকর্মীরা নিশ্চিত হন, বাঘটি ভাটার সময় মাকড়ি নদী পেরিয়ে সুন্দরবনের আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, “বাঘটি জঙ্গলে ফিরে যাওয়ায় গ্রামবাসীদের আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে।”

গ্রামের বাসিন্দারা বাঘের জঙ্গলে ফিরে যাওয়ার খবরে খানিকটা স্বস্তি পেয়েছেন। তবে তাঁরা বন দফতরকে অনুরোধ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক।

এই ঘটনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে বন দফতরের দক্ষতা ও প্রচেষ্টা আবারও প্রমাণিত হয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তার চেনা পরিবেশে ফিরে যাওয়ায় পরিবেশপ্রেমীদের মধ্যেও স্বস্তির বাতাবরণ।

বারবার অবস্থান বদল, কুলতলির সেই রয়্যাল বেঙ্গল এ বার মৈপীঠে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।