Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত...

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

প্রকাশিত

সুন্দরবনের মতো এক সংবেদনশীল জীববৈচিত্র্যভিত্তিক এলাকায় প্লাস্টিক দূষণের মাত্রা এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, এখন রাজ্যের জাতীয় প্রাণী বাঘরোলের (Fishing Cat) মলেও মিলছে মাইক্রোপ্লাস্টিক! সম্প্রতি এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সম্রাট চক্রবর্তী এই গবেষণার নেতৃত্বে ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন অধ্যাপক গৌতমকুমার সাহা, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ড. তনয় মুখার্জি এবং শহরভিত্তিক এনজিও SHER-এর জয়দীপ কুণ্ডু। গবেষণা হয়েছে সুন্দরবনের পাকিরালয়, পাথরপ্রতিমা, লথিয়ান বন্যপ্রাণী অভয়ারণ্য ও হেনরি’স আইল্যান্ডে। ফান্ডিং এসেছে Wildlife Conservation Trust-এর BEES Grants থেকে।

কি ধরণের প্লাস্টিক মিলেছে?

গবেষণায় দেখা গিয়েছে, মল, জল, মাটি, উদ্ভিদ, মাছ, কাঁকড়া এবং রোডেন্টদের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। মল-নমুনায় পাওয়া প্লাস্টিক মূলত ফাইবার, কিছু কিছু বিডস, ফোম, শিট ও টুকরো আকারের। এগুলির মধ্যে রয়েছে হাই ও লো-ডেনসিটি পলিথিন, পলিপ্রপিলিন, পলিইথার এবং অন্যান্য রাসায়নিক যা প্রধানত পর্যটন ও শিল্পবর্জ্য থেকেই এসেছে বলে জানিয়েছেন গবেষকরা।

দূষণের উৎস কী?

সমীক্ষার মতে, অবৈজ্ঞানিক পর্যটন, নিয়ন্ত্রহীন প্লাস্টিক ফেলা এবং জেলেদের ফেলে দেওয়া জালের মাধ্যমেই এই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ছে।

এর প্রভাব কতটা ভয়াবহ?

অধ্যাপক সম্রাট চক্রবর্তীর মতে, এই প্লাস্টিক দূষণ মাৎস্যবিড়ালের অন্ত্রে সমস্যা তৈরি করতে পারে। এর ফলে তাদের আচরণগত পরিবর্তন, প্রজনন চক্রে সমস্যা, এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই সবই মাৎস্যবিড়ালের সংখ্যা হ্রাসের কারণ হয়ে দাঁড়াতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এই একই গবেষণায় এর আগেও বাঘরোলের মলে সীসা ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতিও ধরা পড়েছিল।

সচেতনতার পদক্ষেপও নিয়েছে গবেষণা দল

গবেষকরা সুন্দরবনে দুইটি সচেতনতা শিবিরের আয়োজন করেছেন, যার মধ্যে একটি ছিল পাকিরালয়ে স্থানীয় শিক্ষকদের নিয়ে। এছাড়াও দক্ষিণবঙ্গের ১২টি জেলায় সচেতনতা শিবির এবং ভগবতপুর কুমির প্রকল্পে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মাছ ধরা, পর্যটন ও নদীপথে যাতায়াতের সঙ্গে যুক্ত মানুষজনকেও এই কর্মসূচির মাধ্যমে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্লাস্টিক দূষণের ছাপ যদি ইতিমধ্যেই শৃঙ্খলের শীর্ষভাগে পৌঁছে যায়, তবে আগামী দিনে সুন্দরবনের ইকোসিস্টেমকে বাঁচাতে আরও কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও পথ নেই।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।