Homeরাজ্যদঃ ২৪ পরগনাপরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে সাড়ে ৩ হাজার কিলোমিটার! বাড়ি ফিরলেন জয়নগরের...

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে সাড়ে ৩ হাজার কিলোমিটার! বাড়ি ফিরলেন জয়নগরের যুবক

দূষণমুক্ত পৃথিবী ও জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা সাইকেলে অতিক্রম করেন।

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পৃথিবীকে দূষণমুক্ত করতে সাইকেলে চড়ে পরিবেশ বান্ধবের বার্তা দিলেন জয়নগরের এক ব্যক্তি। আন্তর্জাতিক সাইকেল চালক ওড়িশায় দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সাইকেল যাত্রা করে পরিবেশ বার্তা দিয়ে জয়নগরের বাড়িতে ফিরলেন মঙ্গলবার।

প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল এবং ভারতের বিভিন্ন রাজ্যে দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষে সাইকেলে যাত্রা করেন। ওড়িশায় বিভিন্ন জেলায় সাইকেল যাত্রা করেন তিনি। সাইকেল চালকের নাম রামপ্রসাদ নস্কর (৩৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ অঞ্চলে।

আরও পড়ুন: পরিবেশ বাঁচাতে সাইকেলে করে কেদারনাথ ঘুরে এসেছেন সুন্দরবনের ৩ যুবক, লক্ষ্য বৃক্ষরোপণ

মঙ্গলবার বাড়ি ফিরে রামপ্রসাদ বলেন, গত ২২ মে ওড়িশার ৩০টি জেলার দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, “দূষণমুক্ত পৃথিবী গড়ার ডাকে বিভিন্ন দেশে, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে ঘুরে বেড়াই সাইকেল নিয়ে”।

এর আগে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল, বাংলাদেশে গিয়েছিলেন সুন্দরবনকে রক্ষা করার জন্য। এ বারে ওড়িশারর ৩০টি জেলায় দূষণমুক্ত পৃথিবী ও জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা সাইকেলে অতিক্রম করেন।

রামপ্রসাদ জানান, ১৯৯৫ সাল থেকে তিনি সাইকেল চালান। সাইকেলে ছাড়া অন্য কোনো গাড়িতে এখনও ওঠেননি। সাইকেল নিয়েই সব সময় যাতায়াত করেন রামপ্রসাদ।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

আরও পড়ুন

পৃথিবী হারাল প্রকৃতির প্রহরী, প্রয়াত পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক জেন গুডলকে

প্রয়াত জেন গুডল। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা পরিবেশবিদ ও শিম্পাঞ্জি গবেষক। প্রকৃতি সংরক্ষণে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে।

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

ডানকুনি খাল থেকে অবৈধ খাটাল উচ্ছেদ করে শুরু হয়েছে ১৮ কোটি টাকার সংস্কার প্রকল্প। পরিবেশ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশে খাল পরিষ্কার করে সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা। স্থানীয়দের আশা, এখানে ফিরবে পরিযায়ী পাখিও।

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।