Homeরাজ্যদঃ ২৪ পরগনাসুন্দরবনের পাখি উৎসবে রেকর্ড সংখ্যক পাখির দেখা মিলল, গত বছরের তুলনায় বৃদ্ধি...

সুন্দরবনের পাখি উৎসবে রেকর্ড সংখ্যক পাখির দেখা মিলল, গত বছরের তুলনায় বৃদ্ধি ২৫০%

প্রকাশিত

সুন্দরবনের তৃতীয় পাখি উৎসবে রেকর্ড সংখ্যক পাখির দেখা মিলেছে। চার দিনের এই পর্যবেক্ষণে মোট ৩২,০০০ পাখির দেখা মিলেছে। এই সংখ্যা গত বছরের ৮,৮৮৬ থেকে প্রায় ২৫০% বৃদ্ধি। একই সঙ্গে প্রজাতির সংখ্যাও বেড়ে হয়েছে ১৫৪, যেখানে গত বছর ছিল ১৩৫।

এই সফলতার পেছনে সুন্দরবনের মাডফ্ল্যাটগুলির উন্নত ব্যবস্থাপনাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। নেচার মেটস-এর অর্জন বসু রায় বলেন, “মাডফ্ল্যাটের আশেপাশে কোনো মৎস্যজীবন ছিল না এবং প্লাস্টিক বা জালের মতো দূষণের চিহ্ন দেখা যায়নি।”

এই উৎসব জানুয়ারি ২২ থেকে ২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং ২৬ জানুয়ারি এর সারসংক্ষেপ প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ছয়টি দল ৪,০০০ বর্গকিমি অঞ্চল জুড়ে পর্যবেক্ষণ চালায়। গুরুত্বপূর্ণ প্রজাতিগুলির মধ্যে রয়েছে গলায়াথ হেরন, বাফি ফিশ আউল এবং হোয়াইট-বেলিড সি ঈগল।

এই বছর মাডফ্ল্যাটে চিহ্নিত পাখির প্রজাতি বেড়ে দাঁড়িয়েছে ৪৫, যেখানে গত বছর ছিল ৩৪। এছাড়া ৯১ প্রজাতির বনজ পাখি এবং ৮ প্রজাতির র‍্যাপ্টর দেখা গেছে।

জেডএসআই-এর গবেষক অমিতাভ মজুমদার জানান, আগের উৎসবের পরামর্শগুলো অনুসরণ করায় এবারের মাডফ্ল্যাট ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে।

সবচেয়ে বেশি পাখির প্রজাতি – ১০৮ – দেখা গেছে মতলা রেঞ্জে। এছাড়া কালাসে ৯৫, ন্যাশনাল পার্ক ওয়েস্টে ৮১ এবং সজনেখালিতে ৬৪ প্রজাতির পাখি চিহ্নিত হয়েছে।

এই সাফল্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনার তিন বনাঞ্চল যুক্ত করার সিদ্ধান্ত কেন্দ্রের

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মাতলা ও রামগঙ্গা বনাঞ্চলকে সুন্দরবন টাইগার রিজার্ভে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সায় দিল কেন্দ্র। ফলে ৩,৬০০ বর্গকিমি জুড়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ হতে চলেছে সুন্দরবন।

শিয়ালদহ দক্ষিণ শাখায় তিনটি নতুন লোকাল ট্রেন, উপকৃত হবেন অফিস-স্কুলগামী যাত্রীরা

শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবার রুটে চালু হচ্ছে তিনটি নতুন ইএমইউ ট্রেন। যাত্রীদের ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ।

সুন্দরবনে বাঘরোলের মলেই মিলল প্লাস্টিক! বিপদের ইঙ্গিত, জানাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সমীক্ষা

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি সমীক্ষা জানাল, সুন্দরবনের মাৎস্যবিড়ালের মল ও খাদ্যশৃঙ্খলে মিলেছে মাইক্রোপ্লাস্টিক। পর্যটন ও শিল্প বর্জ্যই অন্যতম কারণ।