Homeরাজ্যদঃ ২৪ পরগনাঅবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ, আতঙ্ক কাটল এলাকাবাসীর

অবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ, আতঙ্ক কাটল এলাকাবাসীর

প্রকাশিত

কুলতলি: কয়েক দিন ধরে কুলতলিতে ত্রাস ছড়ানো রয়্যাল বেঙ্গল টাইগারকে অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় খাঁচাবন্দি করলেন বনকর্মীরা। সোমবার বাঘটিকে ধরতে গিয়ে গুরুতর আহত হন এক বনকর্মী। এরপরেই তৎপরতা আরও বাড়িয়ে রাতভর নজরদারির পর বাঘ ধরার জন্য টোপ হিসাবে রাখা ছাগলেই ফাঁদে পড়ে দক্ষিণরায়।

কিভাবে ধরা পড়ল বাঘ?

সোমবারই বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বন দফতর কুলতলির একটি সব্জি খেতে দু’টি খাঁচা পাতে। টোপ হিসাবে রাখা হয় ছাগল। মঙ্গলবার ভোর ৩টে ৩২ মিনিটে বাঘটি সেই টোপে ধরা পড়ে। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর আজই গভীর জঙ্গলে ছাড়া হতে পারে বাঘটিকে।

আতঙ্ক, আহত বনকর্মী ও গ্রামবাসীদের উদ্বেগ

বাঘ ধরার চেষ্টার মধ্যেই সোমবার বনকর্মী গণেশ শ্যামলের উপর হামলা করে বাঘটি। ঘাড়ে কামড় বসিয়ে সে আবার গভীর জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর আহত গণেশকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপর থেকেই গ্রামবাসীদের আতঙ্ক আরও বেড়ে যায়। বনকর্মীদেরও মনোবলে কিছুটা ধাক্কা লাগে, তবে তারা চেষ্টার কোনও ত্রুটি রাখেননি। মঙ্গলবার ভোরে বাঘ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই সব্জি খেতে ভিড় জমাতে শুরু করেন।

বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো কেন?

বন দফতরের ডিএফও নিশা গোস্বামী জানিয়েছেন, ১০ বছর বয়সী এই পুরুষ বাঘটি কেন লোকালয়ে চলে এলো, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি বলেন, বয়স বেশি হলে, জঙ্গলে দ্বন্দ্ব হলে বা বাঘের সংখ্যা বেড়ে গেলে তারা জঙ্গল ছাড়তে পারে।

তিনি আরও জানান, বাঘটি সামান্য পরিমাণে টোপের ছাগল খেয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী এটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে কোথায় তা এখনও নির্ধারিত হয়নি।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস

বাঘ ধরার পর এলাকাবাসীর আতঙ্ক অনেকটাই কেটেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গলে খাদ্যের সংকট বা অন্য কোনও কারণে বাঘ লোকালয়ে আসছে কি না, তা খতিয়ে দেখা দরকার। বন দফতর বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্ত চালাবে বলে জানিয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

আরও পড়ুন

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।