Homeরাজ্যদঃ ২৪ পরগনাকুলতলিতে হয়ে গেল ডিঙি বাইচ ও ডোঙা বাইচ প্রতিযোগিতা, এই প্রথম বার...

কুলতলিতে হয়ে গেল ডিঙি বাইচ ও ডোঙা বাইচ প্রতিযোগিতা, এই প্রথম বার অংশ নিলেন মহিলারা

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: মোবাইল ফোনের যুগে যখন গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যাচ্ছে, তখনও সুন্দরবনের মানুষ তাদের খেলাধুলোর ঐতিহ্যকে ধরে রেখেছে। কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের চৌরঙ্গী বটতলা কালীপুজো কমিটির উদ্যোগে মাতলা নদীর শাখা নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ডিঙি ও ডোঙা বাইচ প্রতিযোগিতা। দুই দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নেন কুলতলি ও মৈপীঠ এলাকার মৎস্যজীবীরা।

এই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের প্রধান বাবলু প্রধান, পঞ্চায়েত সদস্য সোনালী মান্না এবং মানবাধিকার সংগঠনে এপিডিআর-এর জেলা সহ-সম্পাদক মিঠুন মণ্ডল।

কালীপুজো কমিটির সভাপতি খোকন মাইতি বলেন, “দীর্ঘ ২৮ বছর ধরে কালীপুজো উপলক্ষে এই ডিঙি ও ডোঙা বাইচ প্রতিযোগিতা আমরা করে আসছি। এবারই প্রথম ছেলেদের পাশাপাশি মেয়েদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করেছি।”

প্রথম বারের মতো এই প্রতিযোগিতায় মেয়েদের জন্য বিশেষ ডিঙি বাইচ আয়োজন করা হয়। মোট ২৪টি দল, যার মধ্যে ৮টি মেয়েদের এবং ১৬টি ছেলেদের দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার বিকেলে ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন মৈপীঠ উপকূল থানার ওসি সমরেশ ঘোষসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মহিলা বিভাগে টুম্পা দলুই এবং পুরুষ বিভাগে ইসমাইল মোল্লা চ্যাম্পিয়ন হন।

এই প্রতিযোগিতা দেখতে আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ ভিড় করেন, যা সুন্দরবনের এই ঐতিহ্যবাহী খেলার প্রতি মানুষের ভালোবাসারই পরিচয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বাঘশুমারির কারণে ১১ ও ১২ ডিসেম্বর বন্ধ থাকছে সুন্দরবনের জলপথ ভ্রমণ

ডিসেম্বরের ১১ ও ১২ তারিখ সুন্দরবনে বন্ধ থাকছে জলপথে পর্যটন। বাঘশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে টাইগার রিজ়ার্ভ কর্তৃপক্ষ।