উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: মোবাইল ফোনের যুগে যখন গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যাচ্ছে, তখনও সুন্দরবনের মানুষ তাদের খেলাধুলোর ঐতিহ্যকে ধরে রেখেছে। কুলতলি বিধানসভার মৈপীঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের চৌরঙ্গী বটতলা কালীপুজো কমিটির উদ্যোগে মাতলা নদীর শাখা নদীতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ডিঙি ও ডোঙা বাইচ প্রতিযোগিতা। দুই দিন ধরে চলা এই প্রতিযোগিতায় অংশ নেন কুলতলি ও মৈপীঠ এলাকার মৎস্যজীবীরা।
এই প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত ছিলেন গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের প্রধান বাবলু প্রধান, পঞ্চায়েত সদস্য সোনালী মান্না এবং মানবাধিকার সংগঠনে এপিডিআর-এর জেলা সহ-সম্পাদক মিঠুন মণ্ডল।
কালীপুজো কমিটির সভাপতি খোকন মাইতি বলেন, “দীর্ঘ ২৮ বছর ধরে কালীপুজো উপলক্ষে এই ডিঙি ও ডোঙা বাইচ প্রতিযোগিতা আমরা করে আসছি। এবারই প্রথম ছেলেদের পাশাপাশি মেয়েদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করেছি।”
প্রথম বারের মতো এই প্রতিযোগিতায় মেয়েদের জন্য বিশেষ ডিঙি বাইচ আয়োজন করা হয়। মোট ২৪টি দল, যার মধ্যে ৮টি মেয়েদের এবং ১৬টি ছেলেদের দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার বিকেলে ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন মৈপীঠ উপকূল থানার ওসি সমরেশ ঘোষসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মহিলা বিভাগে টুম্পা দলুই এবং পুরুষ বিভাগে ইসমাইল মোল্লা চ্যাম্পিয়ন হন।
এই প্রতিযোগিতা দেখতে আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ ভিড় করেন, যা সুন্দরবনের এই ঐতিহ্যবাহী খেলার প্রতি মানুষের ভালোবাসারই পরিচয়।