দক্ষিণবঙ্গজুড়ে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বর্ষণ নথিবদ্ধ করেছে আবহাওয়া দফতর। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে পানাগড়ে—এক দিনে প্রায় ১৮৮ মিলিমিটার।
এর পরেই বৃষ্টিপাতের নিরিখে রয়েছে—
- বর্ধমান – ১১২ মিমি
- সাগরদ্বীপ – ১০৬ মিমি
- বহরমপুর – ১০২ মিমি
- ক্যানিং – ৮০ মিমি
- বাঁকুড়া – ৭৬ মিমি
- আসানসোল – ৬৮ মিমি
- ব্যারাকপুর – ৬০ মিমি
কলকাতার সরকারি রেকর্ডে ৩১ মিমি বৃষ্টির হিসেব ধরা হলেও, শহরের একাধিক এলাকায় বৃষ্টিপাত হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ মিলিমিটার।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে সক্রিয় থাকবে বর্ষা। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট চলবে। শুক্রবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস। পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতা সোমবার পর্যন্ত জারি থাকবে।
আরও পড়ুন: ব্লু জোন: পৃথিবীর সেই রহস্যময় অঞ্চল যেখানে মানুষ সহজেই বাঁচেন শতবর্ষ