Homeখবররাজ্য২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, ফের কবে

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, ফের কবে

প্রকাশিত

নয়াদিল্লি: আবারও পিছিয়ে গেল এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) সকাল সাড়ে ১০টায়।

প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, পরবর্তী শুনানিতে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে— পুরো প্যানেল বাতিল করা হবে কি না বা শুধুমাত্র অযোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হবে। অহেতুক মামলাটিকে জটিল করা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধান বিচারপতি এ দিন বলেন, “আমরা জানি সমস্যাটা কোথায়। আগামী বৃহস্পতিবার সকালে শুনানি হবে। বিচার্য বিষয় হল— পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, না কি যোগ্য প্রার্থীদের চাকরি বজায় রেখে অযোগ্যদের বাদ দেওয়া হবে। বিষয়টি অতটা জটিল নয়।” এই মামলা এ দিন বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল।

উল্লেখযোগ্য যে, গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দেয়। এর ফলে প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে আপিল করে।

রাজ্যের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা একাধিক প্রার্থীও সুপ্রিম কোর্টে মামলা করেন। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে এই মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল। তবে, বিচারপতি সঞ্জীব খন্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে আসীন হওয়ার পর এটি প্রথমবার তাঁর বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এ দিন।

আরও পড়ুন: নির্ধারিত সময়ের আগেই শীতের দাপট জোরদার, কলকাতায় তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, আরও নামবে পারদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।